কলকাতা, 22 ডিসেম্বর: ইস্টবেঙ্গলের পর চোটের কালো মেঘ মোহনবাগান সুপার জায়ান্টে। চোটের কারণে গ্রেগ স্টুয়ার্টকে কয়েক ম্য়াচ ধরে পাচ্ছেন না কোচ হোসে মোলিনা ৷ পরিবর্ত হিসেবে একাদশে শুরু করে যিনি সামলাচ্ছিলেন সেই দিমিত্রি পেত্রাতোস এবার চোটের কবলে ৷ গোয়া ম্যাচে গোলের পরই হ্য়ামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন ৷ তখনই সংশয়ের কালো মেঘ জমাট বেঁধেছিল। সেই চোটে এবার আসন্ন পঞ্জাব ম্যাচে নেই অজি ফুটবলার ৷
রবিবার মোহনবাগান সুপার জায়ান্ট আগামী ম্য়াচের অনুশীলন শুরু করল। বক্সিং-ডে'তে পঞ্জাব এফসি'র বিরুদ্ধে অ্যাওয়ে ম্য়াচে খেলবে সবুজ-মেরুন। কিন্তু সেই ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে নেই পেত্রাতোস। যা বড় ধাক্কা লিগ-টপারদের জন্য ৷ তাঁর চোটের পরীক্ষা করা হচ্ছে ৷ ঠিক কতদিন পেত্রাতোস মাঠের বাইরে, তা পরিষ্কার নয় এখনও। স্কটিশ প্লে-মেকার গ্রেগ স্টুয়ার্টকে ঘিরেও অনিশ্চয়তার মেঘ কাটেনি। টিম সূত্রে খবর, পুরো ফিট না-হলেও রেঞ্জার্সের প্রাক্তনী খেলার মত জায়গায় রয়েছেন। কোচ হোসে মোলিনা আগামী দু'দিন দেখার পর মঙ্গলবার স্টুয়ার্টের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। রবিবার অনুশীলনে ফিজিয়োর কাছেই ব্যস্ত ছিলেন এই ফুটবলার।