কলকাতা, 13 জুলাই: কলকাতা ডার্বির শততম ম্যাচ। ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান সুপার জায়ান্টের দ্বৈরথ নিয়ে শব্দ খরচ করার বদলে শুক্রবার বিকেলে সবুজ-মেরুন তাঁবু, মাঠ, ক্যান্টিন, সব জায়গায় আনোয়ারের দলবদল বিতর্ক নিয়ে আলোচনা । মোহনবাগান যে এই বিতর্ক থেকে সহজেই অব্যাহতি নেবে না, সংবাদমাধ্যমে বোঝানোরও চেষ্টা করলেন মিডিয়া অফিসিয়ালদের একাংশ ।
19 জুলাই আনোয়ারকে প্র্যাকটিসে যোগ দিতে বলা হয়েছে । অর্শ আনোয়ার, গ্লেন মার্টিন্সের সঙ্গে আনোয়ার আলিকেও কলকাতা লিগে নথিভুক্ত করানো হচ্ছে বলে বলা হল। ইতিমধ্যে খবর এসেছে, আনোয়ার ফেডারেশনের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটিকে ইমেল মারফৎ জানিয়েছে, মোহনবাগানের সঙ্গে লোনের চুক্তি সে বাতিল করেছে। পরিস্থিতি ঘোরালো, তাই আইএফএ সাবধানী।
মোহনবাগান আবেদন করেছে, আনোয়ারের নথিভুক্তকরণের জন্য । আইএফএ যতক্ষণ না ফেডারেশনের সিদ্ধান্ত জানবে, ততক্ষণ নথিভুক্ত করাবে না বলে মোহনবাগান সুপার জায়ান্টকে জানিয়ে দেয় । ডার্বির আগে তাই আনোয়ার পর্বের জটিলতা গোষ্ঠ পাল সরণিতে । কোচ ডেইজি কার্ডেজো প্র্যাকটিসের পরে সংবাদমাধ্যমের মুখোমুখি না-হয়েই চলে যান । ডার্বি শিবাজিত সিং চোটের জন্য নেই । দীপেন্দু বিশ্বাস, গ্লেন মার্টিন্স শুরু করবেন । মোটের উপর ঘর সামলে লাল-হলুদ রক্ষণ ভাঙার ছক সবুজ-মেরুনের ।
কলকাতা লিগের প্রথম দু’টো ম্যাচে জয় আসেনি । শেষ ম্যাচে এগিয়ে গিয়েও জয় ফেলে আসতে হয়েছে । এই অবস্থায় অগোছালো মোহনবাগান সুপার জায়ান্ট ডার্বিতে নামার আগে সতর্ক । মোটের ওপর সেটপিস এবং দুই উইং ধরে আক্রমণ শানিয়ে জয়ের কড়ি তুলতে চাইছে সবুজ মেরুন । সেই ছক ডার্বিতে কতটা কার্যকর হয় তার জন্য অপেক্ষা করতেই হবে ।