কলকাতা, 14 ডিসেম্বর: মাঠের বাইরে অন্তর্দ্বন্দ্ব নয়, মাঠের ভিতরেও অস্বস্তিতে মহমেডান । দল মিনি হাসপাতালে পরিণত হয়েছে । পুরো মরশুমের জন্য ছিটকে গিয়েছেন রক্ষণের অন্যতম সেরা ফুটবলার জোসেফ আদজাই । মাথায় চোট পেয়ে প্রায় তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গিয়েছেন আরেক ডিফেন্ডার গৌরব বোরাও । শনিবারের অনুশীলেনর দৃশ্যটাও খুব সুখকর নয় সাদা-কালো সমর্থকদের জন্য । সাইডলাইনেই সময় কাটালেন মধ্য আফ্রিকার স্ট্রাইকার সিজার মাঞ্জোকি । জানা গিয়েছে, তাঁর বুকে চোট রয়েছে । খেলবেন কি না নিশ্চিত নয় ।
কোচ আন্দ্রে চের্নিশভ বলেন, “দলের চিকিৎসকের সঙ্গে কথা বলে ম্যাচের দিন সকালে ওকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ।” মিরজালল কাশিমোভের হাঁটুতেও ব্যান্ডেজ বাঁধা । উপায় না-থাকায় হয়তো কাশিমোভকে রেখেই প্রথম একাদশ গড়তে হবে চের্নিশভকে । সাংবাদিক বৈঠকে চের্নিশভের মুখে উদ্বেগ ধরা পড়লেও তিনি ব্যস্ত অস্তিত্ব রক্ষার লড়াইয়ে । সম্ভবত পঞ্জাব এফসি’র বিরুদ্ধে ম্যাচে রক্ষণে যে ফুটবলাররা খেলেছিলেন, তাঁরাই খেলবেন । মুম্বই সিটি এফসি’র দু’প্রান্ত দিয়ে আক্রমণ শানান বিপিন সিংহ এবং লাললিয়ানজুয়ালা ছাংতে । তাঁর রক্ষণ কি পারবে বিপিন-ছাংতেদের রুখতে ? চের্নিশভ বলেন, “জোসেফ এবং গৌরব না-থাকায় রক্ষণের ফুটবলারদের কাজটা খুব সহজ হবে না । কিন্তু ওদের পরিবর্তে যাঁরা খেলবে, আশা করি তাঁরা সেরাটা দেবে । জো জোহারলিয়ানা গত ম্যাচে ভাল খেলেছে । মুম্বই লিগের অন্যেতম সেরা দল । ফলে আমাদের সতর্ক থাকতে হবে ।”