মেলবোর্ন, 31 জানুয়ারি:আশঙ্কা ছিলই ৷ শুক্রবার সেই আশঙ্কা সত্যি করে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেলেন মিচেল মার্শ ৷ যা আইসিসি মার্কি ইভেন্টের আগে ধাক্কা অস্ট্রেলিয়া শিবিরে ৷ এক বিবৃতিতে এদিন অলরাউন্ডারের ছিটকে যাওয়ার কথা ঘোষণা করা হয় ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে ৷ তবে এখনও পর্যন্ত মার্শের পরিবর্ত ঘোষণা হয়নি সেদেশের ক্রিকেট বোর্ডের তরফে ৷
ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে জানানো হয়েছে পিঠের চোটে ভুগছেন ডানহাতি এই অলরাউন্ডার ৷ পিঠের নীচের অংশে চোটের কারণে কয়েক সপ্তাহ ধরে রিহ্যাব চললেও মার্শের উন্নতি সন্তুষ্ট করতে পারেনি বোর্ডের নির্বাচকদের ৷ আর সেই কারণেই মার্শকে বাদ রেখেই পাকিস্তানের মাটিতে খেলতে উড়ে যাবে অস্ট্রেলিয়া ৷ সাম্প্রতিক অতীতে ঘরের মাটিতে ভারতের বিরুদ্ধে বর্ডার-গাভাসকর ট্রফিতে ছন্দে পাওয়া যায়নি মার্শকে ৷ শেষ টেস্টের দল থেকে বাদও পড়তে হয় তাঁকে ৷ পরিবর্তে খেলেন বিউ ওয়েবস্টার ৷
এরপর শ্রীলঙ্কা সফরে টেস্ট সিরিজেও স্কোয়াডে ঠাঁই হয়নি মার্শের ৷ পার্থ স্কর্চার্সের হয়ে চলতি মাসে বিগ ব্যাশে একটিমাত্র ম্য়াচেই অংশ নেন তিনি ৷ তবে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ঘোষিত প্রাথমিক স্কোয়াডে রাখা হয়েছিল তাঁকে ৷ শুক্রবার জারি করা বিবৃতিতে ক্রিকেট অস্ট্রেলিয়া বলেছে, "পিঠের নীচের অংশে চোটের কারণে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গিয়েছেন মিচেল মার্শ ৷" ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে আরও জানানো হয়েছে, রিহ্য়াবে খুব একটা সাড়া পাওয়া যায়নি ৷ আর সেই কারণেই মেডিক্যাল টিমের সঙ্গে আলোচনা করে জাতীয় নির্বাচক কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে ৷ অর্থাৎ, পুরোপুরি সুস্থ হতে আরও বেশ কিছুটা সময় লাগবে অস্ট্রেলিয়ার জার্সিতে 93টি ম্য়াচ খেলা ক্রিকেটার ৷
মার্শের চোটের অবস্থা এমনই যে, চ্যাম্পিয়ন্স ট্রফি পরবর্তী আইপিএলেও অনিশ্চিত অভিজ্ঞ অলরাউন্ডার ৷ যদিও এই ব্য়াপারে কোনও ঘোষণা তাঁর নয়া ফ্র্য়াঞ্চাইজি লখনউ সুপার জায়ান্টের তরফে আসেনি ৷ তবে বেশ কিছু সংবাদমাধ্যমের রিপোর্টে উল্লেখিত হয়েছে বিষয়টি ৷ 2025 আইপিএলের মেগা নিলামে তাঁকে 3 কোটি 40 লক্ষ টাকায় দলে নিয়েছে লখনউ ৷