পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

শ্রীজেশের জন্য জান কবুল সতীর্থদের, প্যারিসে পদকের রঙ বদলের আশায় নেগি - PARIS OLYMPICS 2024

Mir Ranjan Negi Exclusive: যেভাবেই হোক না কেন, প্য়ারিসে পদকের রঙ বদলাবে ভারতীয় হকি ৷ শেষ অলিম্পিক্সে শ্রীজেশকে পদক জিতে সম্মান জানাতে বদ্ধপরিকর সতীর্থরা ৷ ব্রিটিশদের বিরুদ্ধে থ্রিলার জয়ের পর ইটিভি ভারতকে প্রতিক্রিয়া অনেক কথা বললেন মীররঞ্জন নেগি ৷ শুনলেন সঞ্জয় অধিকারী ৷

Mir Ranjan Negi Exclusive
ভারতের জয়ে নেগির প্রতিক্রিয়া (ETV Bharat)

By ETV Bharat Sports Team

Published : Aug 4, 2024, 6:18 PM IST

কলকাতা, 4 অগস্ট: গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে 42 মিনিট দশজনে খেলে জয় ৷ শনিবার প্যারিসে বিশ্বের দু'নম্বর দলের বিরুদ্ধে ভারতের এই লড়াই বহুদিন মনে থেকে যাবে হকি অনুরাগীদের ৷ শুধু তাই নয়, এদিনের জয়ের পর গতবারের পদকের রঙ এবারের অলিম্পিক্সে বদলাবে বলে আশাবাদী অনেকে ৷ সেই তালিকায় রয়েছেন প্রাক্তন গোলরক্ষক তথা কোচ মীররঞ্জন নেগি ৷ ইটিভি ভারতের প্রতিনিধিকে জানালেন, এই দলের কথাও স্বর্ণযুগের দলের সঙ্গে উচ্চারিত হবে ৷ এমনকী পদকের রঙ বদলের ব্য়াপারেও আত্মবিশ্বাসী তিনি ৷

মীর রঞ্জন নেগির বক্তব্য (ETV Bharat)

নিজে গোলরক্ষক ছিলেন ৷ স্বাভাবিকভাবেই বর্তমান দলে গোলরক্ষকক পিআর শ্রীজেশের উপস্থিতি এবং তাঁর অভিজ্ঞতায় কীভাবে সমৃদ্ধ হচ্ছে দল, তা ভালোই টের পাচ্ছেন নেগি ৷ রবিবার দলের গোলরক্ষকের প্রশংসায় মুখর হলেন তিনি ৷ যেভাবে পেনাল্টি শুট-আউটে সামনে থেকে নেতৃত্ব দিলেন শেষ অলিম্পিক্সে নামা শ্রীজেশ, তা মুগ্ধ করেছে নেগিকে ৷ প্রাক্তন খেলোয়াড় ও কোচ বলছেন, "শ্রীজেশ পুরো দলের কাছেই অনুপ্রেরণা। আর দল ওকে সম্মান জানাতে যেন মরিয়া। শ্রীজেশ নিজেও উজাড় করে দিচ্ছে। 42 মিনিট দশজনে খেলল। শ্রীজেশ পুরো ম্যাচজুড়ে একাধিক গোল বাঁচাল। টাইব্রেকারে দু'টো গোল বাঁচাল। কোনও প্রশংসা ওর জন্য যথেষ্ট নয়। আশা করব যাতে শ্রীজেশ এবং পুরো দল বাকি দু'টো ম্যাচে একইরকমভাবে জয় তুলে নিয়ে আসতে পারে। আমি নিশ্চিত ওরা পারবে।"

রবিবার পুরো ভারতীয় দলে দুরন্ত পারফরম্যান্সে উচ্ছ্বসিত মীররঞ্জন নেগি। ভারতীয় দলের প্রাক্তন গোলরক্ষক বলছেন, "সুপার সানডে। টোকিয়োর পর প্যারিসেও অলিম্পিক্স সেমিফাইনাল। সত্যিই পুরো দিনটা স্মরণীয় করে দিল। ঐতিহাসিক দিন নিঃসন্দেহে। ছেলেরা যেভাবে জয় ছিনিয়ে নিল তার জন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয়।"

ভারতীয় হকির কথা উঠলেই ধ্যানচাঁদর সোনালি সময়ের কথা আলোচনা হয়। ধ্যানচাঁদের পাশাপাশি মহম্মদ শাহিদ, ধনরাজ পিল্লাইদের কথা সামনে আসে। নেগি বলছেন, "এই দলের কথাও সোনার সময়ের হকির সঙ্গে উচ্চারিত হবে ৷" টোকিয়োয় ব্রোঞ্জের পর প্যারিসেও পদকের আলো উজ্বল হচ্ছে । সেমিতে প্রতিপক্ষ আর্জেন্তিনা বা জার্মানির মধ্যে যে কোনও একটি দেশ। নেগির কথায়, "সেমিফাইনালে যে কোনও প্রতিপক্ষকে সামলানোর জন্য তৈরি থাকতে হবে। এই ভারতীয় দলের মধ্যে সেই ক্ষমতা আছে । আমি এবার পদকের রঙ পরিবর্তনের স্বপ্ন দেখছি এবং তা যেভাবেই হোক হবে।"

ABOUT THE AUTHOR

...view details