লাহোর, 10 ফেব্রুয়ারি: চ্যাম্পিয়ন্স ট্রফির চূড়ান্ত স্কোয়াড নথিভুক্তকরণের আগে হাতে সময় আটচল্লিশ ঘণ্টার মত ৷ এমন সময় বোর্ডের নির্বাচকদের মহা সমস্য়ায় ফেললেন ম্যাথু ব্রিৎজকে ৷ আইসিসি মার্কি ইভেন্টের প্রাক্কালে পাকিস্তানের মাটিতে ত্রিদেশীয় সিরিজে বিশ্বরেকর্ড গড়লেন দক্ষিণ আফ্রিকার ওপেনার ৷ বিশ্বের প্রথম ব্য়াটার হিসেবে ওডিআই আত্মপ্রকাশে দেড়শত রানের ইনিংস খেললেন ব্রিৎজকে ৷ নিউজিল্যান্ডের বিরুদ্ধে 148 বলে 150 রান করলেন তিনি ৷
ওডিআই অভিষেকে সর্বাধিক রানের ইনিংস খেলার নিরিখে ব্রিৎজকে এদিন 47 বছরের নজির ভাঙেন ৷ তিনি টপকে যান প্রাক্তন ক্য়ারিবিয়ান ব্য়াটার ডেসমন্ড হেইনেসকে ৷ সোমবার ওডিআই অভিষেক হওয়ায় চ্য়াম্পিয়ন্স ট্রফির প্রাথমিক স্কোয়াডে ব্রিৎজকের নাম না-থাকাটাই স্বাভাবিক ৷ কিন্তু এই ইনিংসের পর নির্বাচকরা যে নয়া ওপেনারকে নিয়ে নতুন করে ভাববেন, তা বলার অপেক্ষা রাখে না ৷ 2024 এসএ-20 লিগে ডারবান সুপার জায়ান্টের হয়ে দুরন্ত ব্য়াট করা ক্রিকেটার এদিন গদ্দাফি স্টেডিয়ামে অভিষেকেই কিউয়ি বোলারদের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ান ৷
এদিন 68 বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন ব্রিৎজকে ৷ আত্মপ্রকাশে প্রোটিয়া ওপেনারের সেঞ্চুরি আসে 128 বলে ৷ ইনিংসের 41তম ওভারে উইলিয়াম ও'রুরকের ডেলিভারি বাউন্ডারিতে পাঠিয়ে শতরান পূর্ণ করেন তিনি ৷ কলিন ইনগ্রাম, রেজা হেন্ড্রিকস এবং অধিনায়ক তেম্বা বাভুমার পর চতুর্থ প্রোটিয়া ব্যাটার হিসেবে ওডিআই অভিষেকে সেঞ্চুরি হাঁকানোর নজির গড়েন তিনি ৷ তবে শতরান পূর্ণ করে আরও বিধ্বংসী হয়ে ওঠেন নয়া ওপেনার ৷ ব্রিৎজকের শেষ 49 রান আসে মাত্র 19 বলে ৷