আমেদাবাদ, 14 মে: নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সোমবার ছিল কলকাতা নাইট রাইডার্স ও গুজরাত টাইটান্সের ম্যাচ ৷ তাতে কাঁটা হয়ে দাঁড়াল বৃষ্টি ৷ রাত 10.40-নাগাদ সিদ্ধান্ত হয় ম্যাচ বাতিলের ৷ তাতে দুই দলই এক পয়েন্ট করে পায় ৷ এদিকে কলকাতা 11 মে ইডেনে মুম্বইকে হারিয়ে প্লে-অফে জায়গা পাকা করে নিয়েছে ৷ শুধু তাই নয়, লিগ টেবিলের টপার এখনও শ্রেয়স আইয়াররাই ৷ 13 ম্যাচে 19 পয়েন্ট নিয়ে পয়লা নম্বরে নাইট শিবির ৷ অন্যদিকে, 13 ম্যাচে সাতটিতে হেরে এবারের মতো আইপিএল থেকে বিদায় নিল গতবারের রানার-আপরা ৷
চলতি আইপিএলের মরশুমে এই প্রথম বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেল ৷ তবে গত 11 তারিখ ইডেনেও কাঁটা ধরিয়েছিল বৃষ্টি ৷ তবে ম্যাচ বাতিল হয়নি ৷ ওভার সংখ্যা কমিয়ে খেলা হয়েছিল রাইডার্স ও ক্যাপিটালসের মধ্যে ৷ সোমবার যদি খেলা শুরু হত তাহলে আইপিএলের নিয়ম বলছে, সময়টা 10টা 56 । আর সীমিত ওভারের (5 ওভার) ম্য়াচ হত। কিন্তু 10টা 40 নাগাদ আইপিএল কর্তৃপক্ষ জানিয়ে দেয় ম্যাচ বাতিল ৷ দুই দলের পয়েন্ট ভাগ হয়ে গেলেও তৃতীয় নম্বর দল হিসাবে ঘরের মাঠ থেকে বাইবাই জানাতে হল শুভমনদের ৷ গতবারের রানার্সরা চলতি কোটিপতি লিগে ঘরের মাঠে অভিযান শেষ করল ৷