পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

বৃষ্টিতে ভেস্তে গেল কেকেআর-গুজরাত ম্যাচ, তৃতীয় দল হিসাবে ছিটকে গেলেন শুভমনরা - IPL 2024 - IPL 2024

KKR vs GT: সময়টা তখন 11টা বাজতে কিছু মিনিট বাকি ৷ তখনই আইপিএল কর্তৃপক্ষ জানিয়ে দিল ম্যাচ বাতিল ৷ নিয়ম অনুযায়ী 10টা বেজে 57 মিনিটের আগে ম্যাচ শুরু করতে হত ৷ কিন্তু খেলা শুরু হওয়ার নির্ধারিত সময় অর্থাৎ সন্ধে সাড়ে সাতটার আগে থেকেই আমেদাবাদ স্টেডিয়ামে প্রকট হন বরুণ দেব ৷ তাই খেলা শুরু হওয়ার সম্ভাবনা প্রথম থেকেই ক্ষীণ হতে থাকে ৷ ঘরের মাঠে এক পয়েন্ট পেয়েও আইপিএলে প্লে-অফের দৌড় থেকে ছিটকে গেল গুজরাত টাইটান্স ৷ অন্যদিকে, কলকাতাও এক পয়েন্ট পেয়ে লিগ টেবিলে এক নম্বর স্থান ধরে রাখল ৷

KKR vs GT
কেকেআর-গুজরাত ম্যাচে বৃষ্টিতে ভেস্তে গেল (গুজরাত টাইটান্স ও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এক্স হ্যান্ডেল)

By ETV Bharat Bangla Team

Published : May 14, 2024, 7:55 AM IST

Updated : May 14, 2024, 8:56 AM IST

আমেদাবাদ, 14 মে: নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সোমবার ছিল কলকাতা নাইট রাইডার্স ও গুজরাত টাইটান্সের ম্যাচ ৷ তাতে কাঁটা হয়ে দাঁড়াল বৃষ্টি ৷ রাত 10.40-নাগাদ সিদ্ধান্ত হয় ম্যাচ বাতিলের ৷ তাতে দুই দলই এক পয়েন্ট করে পায় ৷ এদিকে কলকাতা 11 মে ইডেনে মুম্বইকে হারিয়ে প্লে-অফে জায়গা পাকা করে নিয়েছে ৷ শুধু তাই নয়, লিগ টেবিলের টপার এখনও শ্রেয়স আইয়াররাই ৷ 13 ম্যাচে 19 পয়েন্ট নিয়ে পয়লা নম্বরে নাইট শিবির ৷ অন্যদিকে, 13 ম্যাচে সাতটিতে হেরে এবারের মতো আইপিএল থেকে বিদায় নিল গতবারের রানার-আপরা ৷

চলতি আইপিএলের মরশুমে এই প্রথম বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেল ৷ তবে গত 11 তারিখ ইডেনেও কাঁটা ধরিয়েছিল বৃষ্টি ৷ তবে ম্যাচ বাতিল হয়নি ৷ ওভার সংখ্যা কমিয়ে খেলা হয়েছিল রাইডার্স ও ক্যাপিটালসের মধ্যে ৷ সোমবার যদি খেলা শুরু হত তাহলে আইপিএলের নিয়ম বলছে, সময়টা 10টা 56 । আর সীমিত ওভারের (5 ওভার) ম্য়াচ হত। কিন্তু 10টা 40 নাগাদ আইপিএল কর্তৃপক্ষ জানিয়ে দেয় ম্যাচ বাতিল ৷ দুই দলের পয়েন্ট ভাগ হয়ে গেলেও তৃতীয় নম্বর দল হিসাবে ঘরের মাঠ থেকে বাইবাই জানাতে হল শুভমনদের ৷ গতবারের রানার্সরা চলতি কোটিপতি লিগে ঘরের মাঠে অভিযান শেষ করল ৷

13 ম্যাচে সাতটায় হেরে ও পাঁচটিতে জিতে 11 পয়েন্ট নিয়ে 8 নম্বরে টাইটান্সরা ৷ উল্লেখ্য এর আগে মুম্বই ইন্ডিয়ান্স ও পঞ্চাব কিংস আইপিএল থেকে ছিটকে গিয়েছে ৷ অন্যদিকে, 13 ম্যাচে 9টায় জিতে ও 3টি'তে হেরে 19 পয়েন্ট নিয়ে নেট রান রেটে সবথেকে এগিয়ে কলকাতাই ৷ রবিবার বৃষ্টি বিঘ্নিত ইডেনে মুম্বইকে 18 রানে হারিয়ে শীর্ষস্থান দখল করেছিল ৷ গতকালের পরও সেই জায়গা আরও পাকা করল ৷ আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামেই কেকেআর আগামী 21মে খেলবে প্রথম কোয়ালিফায়ার। আগামী রবিবার অর্থাৎ 19 তারিখ কেকেআর লিগের শেষ ম্য়াচ খেলবে গুয়াহাটিতে। প্রতিপক্ষ সঞ্জু স্য়ামসনের রাজস্থান রয়্য়ালস।

আরও পড়ুন:

  1. নাইটদের নজরে লিগ টেবিলে 1 নম্বর স্থান, আজ প্রতিপক্ষ শুভমনের গুজরাত
  2. বল হাতে দুরন্ত সিমরজিৎ, রয়্যালস 'বধ' করে প্লে-অফ সম্ভাবনা জোরালো করল চেন্নাই
  3. দিল্লিকে বড় রানের ব্যবধানে হারাল বেঙ্গালুরু, টানা পাঁচ ম্যাচের জয়ে 5 নম্বরে উঠলেন কোহলিরা
Last Updated : May 14, 2024, 8:56 AM IST

ABOUT THE AUTHOR

...view details