প্যারিস, 3 অগস্ট: 'ডাবল ডিলাইট' হলেও প্যারিসে পদকের হ্যাটট্রিক হল না মনু ভাকেরের ৷ 25 মিটার পিস্তলে শনিবার চারে থামলেন ভারতের নয়া শুটিং সেনসেশন ৷ তবে একই অলিম্পিক্সে তৃতীয় পদক হাতছাড়া করে হতাশ নন মনু ৷ হারের অভিজ্ঞতা তাঁর দক্ষতাকে আরও শাণিত করবে একইসঙ্গে অনেক অনুপ্রেরণা জোগাবে আগামীতে ৷ মনু এও জানালেন যে, এদিন পদক হাতছাড়া হওয়ার পিছনে বাড়তি কোনও চাপ কাজ করেনি ৷
এদিন ইভেন্ট শেষ হওয়ার পর মিক্সড জোনে ভারতীয় শাটলার বলেন, "চাপ সেই অর্থে কিছু ছিল না ৷ তবে তৃতীয় পদক জয়ের জন্য আমি সেরাটাই দিয়েছিলাম ৷ চতুর্থ স্থান নিঃসন্দেহে আনন্দ দেওয়ার জন্য যথেষ্ট নয় তবে সবকিছুরই আগামী রয়েছে এবং আমি নিশ্চিত যে পরেরবার আমি পারব ৷" জোড়া ব্রোঞ্জ পদকই যে আগামীবার তাঁকে 25 মিটারে অধরা পদক জিততে অনুপ্রেরণা জোগাবে, তাও জানান হরিয়ানার শুটার ৷
মনু বলেন, "শেষদিকে স্নায়ু আমায় সঙ্গ দেয়নি ৷ কেন জানি না চেষ্টা সত্ত্বেও ফলাফলও আমার দিকে আসছিল না ৷ আর সে কারণেই দুর্ভাগ্যবশত চতুর্থস্থানে থামতে হল ৷ তবে ফাইনালের যোগ্যতা অর্জন না-করার চেয়ে চতুর্থস্থান অনেক ভালো ৷" শুটারের সংযোজন, "পরের বার এই খামতি পূরণ করার চেষ্টা করব ৷"
চেষ্টায় খামতি না-থাকলেও খেলায় বেশ কিছু ভুলচুক রয়ে গিয়েছে বলে মেনে নিলেন মনু ৷ তিনি বললেন, আমি নিজের সেরাটাই দিয়েছি তাই দুঃখ পাওয়ার অবকাশ নেই ৷ আমার মনে হয়েছে অনেক জায়গায় উন্নতির প্রয়োজন রয়েছে ৷ আমি সেই জায়গাগুলো মেরামত করে পরেরবার সেরাটাই দেব ৷" এদিন 25 মিটার পিস্তল ইভেন্টের ফাইনালে তৃতীয় ও চতুর্থ স্থানের এলিমিনেশন শুট-অফে পদক হাতছাড়া হয় মনুর ৷ হাঙ্গেরির ভেরোনিকা মাঞ্জোরের কাছে হেরে পদকের দৌড় থেকে ছিটকে যান 10 মিটার এয়ার পিস্তলের ব্যক্তিগত এবং মিক্সড টিম ইভেন্টে ব্রোঞ্জজয়ী ৷ (পিটিআই ইনপুট)