পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

দেড়বছর পর রঞ্জিতে সেঞ্চুরি মনোজের, অসমের বিরুদ্ধে রানের পাহাড়ে বাংলা - Assam vs Bengal

Manoj Tiwary Hits Century in Ranji Trophy: গতকাল অনুস্টুপ মজুমদার, আর আজকে অধিনায়ক মনোজ তিওয়ারি ৷ জোড়া শতরানে রঞ্জি ট্রফিতে অসমের বিরুদ্ধে সুবিধাজনক জায়গায় বাংলা ৷ দ্বিতীয়দিনে 100 রান করেই আউট হন মনোজ তিওয়ারি ৷ বাংলার হয়ে করণলাল ও সুরজ সিন্ধু জয়সওয়াল হাফ-সেঞ্চুরি করেছেন ৷

ETV BHARAT File
ETV BHARAT File

By ETV Bharat Bangla Team

Published : Jan 27, 2024, 6:16 PM IST

গুয়াহাটি, 27 জানুয়ারি: 2024 রঞ্জি মরশুমে অবশেষে রান পেলেন বাংলার অধিনায়ক মনোজ তিওয়ারি ৷ প্রথম তিন ম্যাচে চূড়ান্ত ব্যর্থ হওয়ার পর আজ অসমের বিরুদ্ধে আজ সেঞ্চুরি করলেন মনোজ ৷ আজ 264 বলে 100 রান করেছেন তিনি ৷ তাঁর এবং অনুস্টুপের 125 রানের ইনিংসে ভর করে বাংলা প্রথম ইনিংসে 405 রান তুলে অলআউট হয়েছে ৷ জবাবে ব্যাটে করতে নেমে অসমের ওপেনার রাহুল হাজারিকার উইকেট তুলে নিয়েছেন মহম্মদ কাইফ ৷

গতকাল বাংলা 4 উইকেট হারিয়ে 242 রান করেছিল ৷ অপরাজিত ছিলেন অনুস্টুপ মজুমদার এবং মনোজ তিওয়ারি ৷ আজ সকালেই শুরুতেই 125 রানে অনুস্টুপ আউট হয়ে যান ৷ কিন্তু, অধিনায়ক মনোজ উইকেটের উলটোদিকে টিকে থাকেন ৷ করণলালের (52) সঙ্গে পার্টনারশিপ করেন তিনি ৷ মনোজ এ দিন সেঞ্চুরি করার পরেই আকাশ সেনগুপ্তর শিকার হন ৷ 264 বল খেলে 37.87 স্ট্রাইকরেটে এই সেঞ্চুরি এসেছেন বাংলার অধিনায়কের ৷ কিন্তু, তাঁকে খুঁটি করে বাকিরা বাংলার স্কোরবোর্ড সচল রেখে গিয়েছিলেন ৷

উল্লেখ্য, গতবছর রঞ্জি ট্রফি ফাইনালে সৌরাষ্ট্রের বিরুদ্ধে ফাইনালে হারে বাংলা দল ৷ সেই হারের পর অবসর ঘোষণা করে দিয়েছিলেন মনোজ ৷ কিন্তু, সেই অবসর ঘোষণার 12 ঘণ্টার মধ্যে আবার সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে নেন মনোজ ৷ অবশ্য মনোজের এই অবসর ঘোষণা ও তা প্রত্যাহারের মাঝে একাধিক পটপরিবর্তন হয় ৷ সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় তাঁর সঙ্গে দীর্ঘ আলোচনা করেন ৷ এর পর সিএবি-তে স্নেহাশিসের পাশে বসেই অবসর সিদ্ধান্ত ফিরিয়ে নেন তিনি ৷ তবে মনোজ জানিয়েছিলেন, অবসর ঘোষণার পর স্ত্রীর কাছে ধমক খেয়েছিলেন ৷ স্ত্রীর কথাতেই তাই আপাতত অবসর নিচ্ছেন না বলে জানিয়েছিলেন মন্ত্রীমশাই ৷

তবে, অবসর তুলে নিলেও, রঞ্জি ছাড়া আর কোনও ম্যাচই খেলছেন না মনোজ ৷ তাই মরশুমের প্রথম তিন ম্যাচে একেবারেই রানের মধ্যে ছিলেন না তিনি ৷ তবে, অসমের বিরুদ্ধে প্রথমদিন 68 রানে অপরাজিত যাওয়ার পর, আত্মবিশ্বাসী ছিলেন মনোজ ৷ সেই আত্মবিশ্বাসের জোরেই আজ প্রায় দেড়বছরের বেশি সময় পর সেঞ্চুরি এল তাঁর ব্যাটে ৷

আরও পড়ুন:

  1. রঞ্জিতে দশ হাজারি ক্লাবে মনোজ, অনুস্টুপের সেঞ্চুরিতে বড় রানের পথে বাংলা
  2. 'স্বপ্ন পূরণের লক্ষ্যে তৈরি হচ্ছি', রঞ্জি নিয়ে বললেন অধিনায়ক মনোজ

ABOUT THE AUTHOR

...view details