হায়দরাবাদ, 2 নভেম্বর:একদল চলতি সপ্তাহের মাঝামঝি ক্য়ারাবাও কাপ থেকে বিদায় নিয়েছে ৷ অন্যদল একই টুর্নামেন্টের শেষ আটে পৌঁছেছে ৷ কথা হচ্ছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ও চেলসির ৷ স্টপগ্যাপ কোচ রুড ভ্যান নিস্তেলরুইয়ের হাত ধরে ক্যারাবাও কাপের কোয়ার্টারে পৌঁছেছে ইউনাইটেড ৷ অন্যদিকে নিউক্য়াসেলের কাছে হেরে ছিটকে গিয়েছে 'দ্য ব্লুজ' ৷ রবিবাসরীয় ইংলিশ প্রিমিয়র লিগে মুখোমুখি দুই দল ৷
ওয়েস্ট হ্যামের কাছে হারের পর ইউনাইটেডে চাকরি গিয়েছে এরিক টেন হ্য়াগের ৷ নয়া কোচ হিসেবে দায়িত্বে এসেছেন রুবেন আমোরিম ৷ তবে আনুষ্ঠানিকভাবে তাঁর দায়িত্বগ্রহণে লেগে যাবে আরও বেশ কিছুদিন ৷ তাই রবিবার মেগা ম্যাচে 'রেড ডেভিলসে'র কোচের দায়িত্ব সামলাবেন নিস্তেলরুই ৷ অন্যদিকে লিগ টেবিলে ইউনাইটেডের তুলনায় অনেক ভালো জায়গায় থাকা এনজো মারেসকার চেলসির লক্ষ্য 2013 সালের পর প্রথমবার ওল্ড ট্র্যাফোর্ডে জয় ৷
লিগ টেবিলে কে কোথায়: রবিবারের ম্যাচের আগে প্রিমিয়র লিগ টেবিলে প্রথম দশের বাইরে ম্যান ইউ ৷ ন'ম্য়াচে তাঁদের পয়েন্ট 11 ৷ জয় এসেছে মাত্র তিন ম্য়াচে ৷ পক্ষান্তরে সমসংখ্যক ম্য়াচে 17 পয়েন্ট নিয়ে লিগ টেবিলে পাঁচে চেলসি ৷ তাঁরা জয় পেয়েছে পাঁচ ম্যাচে ৷