চেন্নাই, 9 এপ্রিল: চেন্নাই সুপার কিংসের অধিনায়ক বদল ক্ষণিকের সিদ্ধান্ত হয়নি ৷ হয়েছে 2 বছরের দীর্ঘ পরিকল্পনায় ৷ এমনটাই জানালেন সিএসকে অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় ৷ 2022 সালে মহেন্দ্র সিং ধোনি তাঁকে চেন্নাইয়ের নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত থাকতে বলেছিলেন ৷ কিন্তু, ধোনির সঙ্গে অধিনায়কত্ব বদল হওয়া বা কীভাবে দলকে নেতৃত্ব দেওয়া যায়, সেই নিয়ে ধোনির সঙ্গে কোনও 'গভীর আলোচনা' হয়নি তাঁর ৷
চেন্নাই সুপার কিংস ঋতুরাজ গায়কোয়াড়কে নাম অধিনায়ক হিসেবে এই মরশুমের প্রথম ম্যাচের আগের দিন ঘোষণা করেছিল ৷ ঠিক যেমনটা রবীন্দ্র জাদেজার ক্ষেত্রে হয়েছিল ৷ 22 মার্চ চেন্নাইয়ে উদ্বোধনী ম্যাচের আগের দিন 21 তারিখ ঋতুরাজকে অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয় ৷ তবে, জাদেজা ব্যর্থ হয়েছিলেন ৷ মহারাষ্ট্র থেকে আসা ঋতুরাজ অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচেই ব়য়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারিয়েছিলেন ৷ সোমবার রাতে সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়ে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে জিতিয়েছেন ঋতুরাজ ৷
এদিন নাইটদের বিরুদ্ধে ম্যাচ জিতে ঋতুরাজ গায়কোয়াড় বলেন, "সত্যি বলতে কি, কোনও গভীর আলোচনা হয়নি ৷ আমার মনে হয়েছিল এখানে পরিবেশটা খুবই শান্ত ৷ মাত্র একটাই কথা হয়েছিল আমাদের মধ্যে ৷ আমরা সবে অনুশীলন শুরু করেছিলাম ৷ আর মাহি ভাই আমার কাছে আসে এবং আমাকে সবকিছু বলেন ৷ অবশ্যই সবাই যাঁরা অন্যদিকে রয়েছেন, তাঁরা নিজেদের বড় দায়িত্বপালনের জন্য যোগ্য মনে করেন ৷ তবে, আমি মনে করি, আমি সবসময় আমার মতো থাকব এবং দলের যে রীতি ও পরিবেশ সেটাতে এগিয়ে নিয়ে যাব ৷"
2022 সালে ধোনি যখন তাঁকে প্রথমবার অধিনায়কের দায়িত্ব দেওয়ার কথা বলেছিলেন, সেই মুহূর্তটাও এদিন সকলের সঙ্গে শেয়ার করলেন ঋতুরাজ ৷ তিনি বলেন, "আমার মনে আছে, 2022 সালে যখন উনি আমাকে বলেছিলেন কথাগুলো ৷ 'সম্ভবত পরের বছর নয় ৷ কিন্তু, তারপর তুমি দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেতে পারো ৷ তো সেটার জন্য প্রস্তুত হও ৷' স্বাভাবিকভাবেই তারপর থেকে আমি সবসময় তৈরি ছিলাম নেতৃত্বের ব্যাটন তুলে নেওয়ার জন্য ৷"
আরও পড়ুন:
- 14 বল বাকি থাকতেই ম্যাচ জিতে নিল চেন্নাই, চলতি আইপিএলে প্রথম হার নাইটদের
- জলে গেল স্টাবসের লড়াই, দিল্লিকে হারিয়ে জয়ের খাতা খুলল মুম্বই
- পরপর 2 ম্যাচে হার, কেকেআরের বিরুদ্ধে ঘরের মাঠের সুবিধা নিতে মরিয়া ধোনিরা