ফ্লোরিডা, 20 অক্টোবর: লিওনেল মেসি পরিবর্ত হিসেবে যখন মাঠে নামলেন তখন ম্যাচের ফল 2-2 ৷ ঠিক পরের মিনিটেই বিপক্ষ রক্ষণের মাথার উপর দিয়ে তাঁর চিপ করা বল ধরে জর্ডি আলবা বাড়িয়ে দেন বেঞ্জামিন ক্রিম্যাস্কিকে ৷ গোল করতে ভুল করেননি যুক্তরাষ্ট্রের মিডফিল্ডার ৷ জয় সেখানেই নিশ্চিত হয়ে গিয়েছিল ইন্টার মিয়ামির ৷ কিন্তু মেসি ম্যাজিক তখনও বাকি ছিল চেজ স্টেডিয়ামে ৷
ম্যাচের শেষ কোয়ার্টারে 11 মিনিটের একটা ছোট্ট স্পেলে হ্যাটট্রিক পূর্ণ করলেন এলএম টেন ৷ আর লিও'র প্রথম হ্যাটট্রিকে ভর করে নিউ ইংল্য়ান্ড রেভোলিউশনকে হারিয়ে রবিবার মেজর লিগ সকারে পয়েন্টের নজির গড়ল ইন্টার মিয়ামি ৷ সেইসঙ্গে জিতে নিল সাপোর্টার্স শিল্ড ৷ প্লে-অফসের আগে রেকর্ড 74 পয়েন্ট নিয়ে রেগুলার সিজন শেষ করল মেসির ক্লাব ৷ আগের রেকর্ড ছিল রবিবার ইন্টার মিয়ামির প্রতিপক্ষ নিউ ইংল্য়ান্ডের ঝুলিতেই ৷ 2021 সালে তাঁদের 73 পয়েন্টের নজির এদিন টপকে গেলেন মেসিরা ৷
গোল করছেন মেসি (AP Photo) মেসি ছাড়াও এদিন জোড়া গোল করেন লুইস সুয়ারেজ ৷ দু'গোলে পিছিয়ে পড়া ইন্টার মিয়ামিকে ম্য়াচে সমতায় ফেরান সদ্য আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়া ঊরুগুয়ে তারকা ৷ মিয়ামির জার্সিতে এদিন মেসির হ্যাটট্রিকের শুরুটা হয় 78 মিনিটে ৷ সুয়ারেজের ব্য়াকহিল ধরে বক্সের অনেকটা বাইরে থেকে আর্জেন্তাইন মহাতারকার বাঁ-পায়ের শট খুঁজে নেয় গোলের ঠিকানা ৷ 81 মিনিটে জর্ডি আলবার থ্রু বল ধরে বিপক্ষ গোলরক্ষকের দু'পায়ের ফাঁক দিয়ে 5-2 করেন মেসি ৷ 89 মিনিটে সুয়ারেজের সহায়তাতেই হ্য়াটট্রিক সম্পূর্ণ হয় লিওর ৷
33 গোল করে এদিন ক্লাবের সর্বাধিক গোলস্কোরারও হয়ে গেলেন আটবারের ব্য়ালন ডি'অর জয়ী ৷ আর এই জয়ের ফলে 34 ম্যাচে 74 পয়েন্ট নিয়ে শুধু সাপোর্টার্স শিল্ড জয়ই নয়, আগামী সপ্তাহে শুরু হতে চলা প্লে-অফসে পরিষ্কার ফেভারিট হিসেবে শুরু করবে ইন্টার মিয়ামি ৷ উল্লেখযোগ্যভাবে, রবিবার শিল্ড জয়ের সুবাদে 2025 ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপে জায়গা করে নিল মেসির ক্লাব ৷ এদিন চেজ স্টেডিয়ামে ইন্টার মিয়ামি ফুটবলারদের সঙ্গে সেলিব্রেশনে যোগ দেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো ৷