কলকাতা, 11 মে:আশঙ্কার কালো মেঘ সরিয়ে শেষমেশ শনিবাসরীয় ইডেনে অনুষ্ঠিত হল টস ৷ বৃষ্টি ধুয়ে যাওয়া ক্রিকেটের নন্দনকাননে এদিন একসময় যেখানে ম্যাচ হওয়া নিয়েই সংশয় দেখা দিয়েছিল, সেখানে শেষ পর্যন্ত ওভার সংখ্যা কমে হল 16 ৷ নির্ধারিত সময়ের দু'ঘণ্টা পর অনুষ্ঠিত হল ৷ যদিও টসভাগ্য সঙ্গ দিল না নাইট অধিনায়ক শ্রেয়স আইয়ারের ৷ টস জিতে রান তাড়া করার সিদ্ধান্ত নিলেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া ৷
জিতলেই প্রথম দু'য়ে থেকে নিশ্চিত প্লে-অফ ৷ এমতাবস্থায় নাইটদের প্লে-অফ এবং নাইটদের মাঝে অন্তরায় হয়ে দাঁড়িয়েছিল বৃষ্টি ৷ এদিন দুপুর থেকে মহানগরের বুকে অবিরাম বারিধারার জেরে নাইটদের প্লে-অফ নিশ্চিতের বিষয়টি দীর্ঘায়িত হবে বলে আশঙ্কাও দানা বাঁধে অনুরাগীদের মনে ৷ কিন্তু আশঙ্কা দূর করে সন্ধে 8টা 40 মিনিট নাগাদ ম্যাচ অফিসিয়ালরা জানিয়ে দেন 16 ওভারের ম্যাচ অনুষ্ঠিত হবে ইডেনে ৷