কলকাতা, 8 মে: বৃষ্টি বিড়ম্বনায় তীর্থ করা হয়ে গেল নাইটদের ৷ সোমবার সন্ধ্যার বৃষ্টিতে কলকাতায় ফিরতে দেরি হয় ৷ প্রতিকূল আবহাওয়ার কারণে নাইটদের চাটার্ড বিমান কলকাতায় অবতরণের অনুমতি না পেয়ে চলে গিয়েছিল গুয়াহাটি ৷ এদিকে সোমবার রাতে কলকাতায় প্রবল ঝড়-বৃষ্টি হয়েছে ৷ অসমের গুয়াহাটি থেকে ফের রাত এগারোটায় যাত্রা করে বিমান ৷ আবারও বিপত্তির মুখে পড়ে নাইটরা ৷ এবারও প্রতিকূল আবহাওয়ার জন্যে ফের কলকাতায় অবতরণ করা সম্ভব হয়ে ওঠেনি ৷ ফলে নাইটদের বিমানের মুখ ঘুরিয়ে বারাণসীতে নিয়ে যাওয়া হয় ৷
রাত তিনটের সময় বারাণসীতে নির্বিঘ্নে নেমে মঙ্গলবার প্রায় সারাটাদিন নাইটরা সেখানে কাটায় ৷ তারপর মঙ্গলের বিকেলে কলকাতায় ফিরে আসে ৷ তবে বারাণসীতে পৌঁছে পুরো দল হোটেল বন্দি ছিল না ৷ অনুকূল রায়, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী, চেতন শাকারিয়া, মনীশ পাণ্ডের মতো ক্রিকেটাররা কাশী বিশ্বনাথ মন্দিরের পুজো দেন ৷ এর সঙ্গে বারাণসীর বিখ্যাত গঙ্গার ঘাটগুলির ঘুরে দেখেন ৷ নৌকা বিহার করতেও দেখা যায় কেকেআর ক্রিকেটারদের ৷