লখনউ, 6 মে:ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিন ক্ষেত্রেই অলরাউন্ড পারফরম্যান্সে বাজিমাত করল কলকাতা নাইট রাইডার্স। লখনউকে তাদের ঘরের মাঠে বড় রানে হারিয়ে পয়েন্ট টেবিলে এক নম্বরে উঠে এল 'বাদশার' দল ৷ রাজস্থান রয়্যালসকে পিছনে ফেলে মরশুমে প্রথমবার শীর্ষস্থান দখল করল কেকেআর ৷ লখনউকে 98 রানে উড়িয়ে প্লে-অফ কার্যত নিশ্চিত হয়ে গেল নাইটদের। 11 ম্যাচে 8টি জিতে 16 পয়েন্ট নাইটদের ঝুলিতে। এক ম্যাচ কম খেলে রাজস্থানের পয়েন্টও 16 ৷ কিন্তু রয়্যালসের থেকে রান-রেটে এগিয়ে নাইটরা ৷ লিগে কেকেআরের শেষ তিন প্রতিপক্ষ যথাক্রমে মুম্বই ইন্ডিয়ান্স, গুজরাত টাইটান্স এবং রাজস্থান রয়্যালস ৷ কেকেআর-এর পরবর্তী ম্যাচ ইডেনে মুম্বইয়ের বিরুদ্ধে শনিবার ৷
এদিন নাইটদের 235 রান তাড়া করতে নেমে 16.1 ওভারে 137 রানে গুটিয়ে যায় লখনউ। 98 রানের বিশাল ব্যবধানে জয় ছিনিয়ে নেয় কলকাতা নাইট রাইডার্স । টস জিতে শ্রেয়সদের ব্যাট করতে পাঠান সুপার জায়ান্টস অধিনায়ক লোকেশ রাহুল ৷ ম্যাচের শুরুটা দুরন্ত শুরু করে কেকেআর ৷ ব্যাট হাতে ঝড় তোলেন সুনীল নারিন। 39 বলে 81 রানের ঝোড়ো ইনিংসে একানায় অটল বিহারী বাজপেয়ী স্টেডিয়ামে রেকর্ড রান তোলে কেকেআর ৷ নারিনকে সঙ্গ দেন ফিল সল্ট ও অঙ্গকৃশ রঘুবংশী ৷ দু'জনেই 32 করে রান করেন ৷ মাত্র 6 বলে 3 ছক্কা ও একটি বাউন্ডারির সাহায্যে 25 রান করেন রমনদীপ সিং ৷ অধিনায়ক শ্রেয়শের ব্যাট এদিনও 'খামোশ' ছিল ৷ মাত্র 23 রান করেন তিনি ৷