পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

জয়ের হ্যাটট্রিকে শীর্ষে নাইটরা, প্লে-অফের দোরগোড়ায় কলকাতা - IPL 2024 - IPL 2024

LSG vs KKR: এই প্রথম লখনউয়ের একানা স্টেডিয়ামে কোনও টি-20 ম্যাচে 200 রানের গণ্ডি টপকেছে কোনও দল। যার কারিগর কেকেআর ৷ রবিবার আইপিএলের ডবল হেডারের দ্বিতীয় ম্যাচে লখনউ সুপার জায়ান্টসকে তাদের ঘরের মাঠেই হারিয়ে লিগ তালিকায় শীর্ষে কলকাতা নাইট রাইডার্স। প্লে-অফের টিকিট নিশ্চিত করতে আরও এক ম্যাচে জয়ের দরকার নাইটদের ৷

LSG vs KKR
কেকেআরের জয়ের হ্যাটট্রিক (ছবি সূত্র: এএনআই (ডিজিটাল এক্স))

By ETV Bharat Bangla Team

Published : May 6, 2024, 7:14 AM IST

Updated : May 6, 2024, 8:05 AM IST

লখনউ, 6 মে:ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিন ক্ষেত্রেই অলরাউন্ড পারফরম্যান্সে বাজিমাত করল কলকাতা নাইট রাইডার্স। লখনউকে তাদের ঘরের মাঠে বড় রানে হারিয়ে পয়েন্ট টেবিলে এক নম্বরে উঠে এল 'বাদশার' দল ৷ রাজস্থান রয়্যালসকে পিছনে ফেলে মরশুমে প্রথমবার শীর্ষস্থান দখল করল কেকেআর ৷ লখনউকে 98 রানে উড়িয়ে প্লে-অফ কার্যত নিশ্চিত হয়ে গেল নাইটদের। 11 ম্যাচে 8টি জিতে 16 পয়েন্ট নাইটদের ঝুলিতে। এক ম্যাচ কম খেলে রাজস্থানের পয়েন্টও 16 ৷ কিন্তু রয়্যালসের থেকে রান-রেটে এগিয়ে নাইটরা ৷ লিগে কেকেআরের শেষ তিন প্রতিপক্ষ যথাক্রমে মুম্বই ইন্ডিয়ান্স, গুজরাত টাইটান্স এবং রাজস্থান রয়্যালস ৷ কেকেআর-এর পরবর্তী ম্যাচ ইডেনে মুম্বইয়ের বিরুদ্ধে শনিবার ৷

এদিন নাইটদের 235 রান তাড়া করতে নেমে 16.1 ওভারে 137 রানে গুটিয়ে যায় লখনউ। 98 রানের বিশাল ব্যবধানে জয় ছিনিয়ে নেয় কলকাতা নাইট রাইডার্স । টস জিতে শ্রেয়সদের ব্যাট করতে পাঠান সুপার জায়ান্টস অধিনায়ক লোকেশ রাহুল ৷ ম্যাচের শুরুটা দুরন্ত শুরু করে কেকেআর ৷ ব্যাট হাতে ঝড় তোলেন সুনীল নারিন। 39 বলে 81 রানের ঝোড়ো ইনিংসে একানায় অটল বিহারী বাজপেয়ী স্টেডিয়ামে রেকর্ড রান তোলে কেকেআর ৷ নারিনকে সঙ্গ দেন ফিল সল্ট ও অঙ্গকৃশ রঘুবংশী ৷ দু'জনেই 32 করে রান করেন ৷ মাত্র 6 বলে 3 ছক্কা ও একটি বাউন্ডারির সাহায্যে 25 রান করেন রমনদীপ সিং ৷ অধিনায়ক শ্রেয়শের ব্যাট এদিনও 'খামোশ' ছিল ৷ মাত্র 23 রান করেন তিনি ৷

তারপর বল হাতে আগুনে মেজাজে ধরা দেন হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, আন্দ্রে রাসেলরা। লখনউর কোনও ব্যাটার আজ 40 রানের গণ্ডি পেরোতে পারেননি। মার্কাস স্টোয়ানিস সর্বাধিক 36 রান করেন। হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী 3টি করে উইকেট নেন। ব্যাট হাতে দুরন্ত না-হলেও আন্দ্রে রাসেল বল হাতে ভালো ডেলিভারি করেন। নেন 2টি উইকেট। একটি করে উইকেট নেন মিচেল স্টার্ক ও ম্যাচের সেরা নারিন ৷

এই জয়ের ফলে টানা তিন ম্যাচ জয়ে টেবিলের শীর্ষস্থানে পৌঁছয় কলকাতা। ঘরের মাঠে দিল্লি ক্যাপিটাসকে হারিয়ে ছন্দে ফেরে কেকেআর ৷ তারপর ওয়াংখেড়েতে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে 12 বছরের শাপমুক্তি ঘোচায় কিং খানের দল ৷ মুম্বই ম্যাচের জয়ের রেশ ধরে রেখে রবিবার রাতে একানা স্টেডিয়ামে লখনউয়ের নবাবদের হারিয়ে প্লে-অফের দিকে আরও একধাপ এগিয়ে গেল নাইটরা ৷

  • চলতি আইপিএলের 54 ম্যাচের পর সবথেকে বেশি উইকেট নিয়ে পার্পল ক্যাপ যাঁর মাথায় তিনি 'সুইং মাস্টার' জসপ্রীত বুমরা ৷ 17টি উইকেট রয়েছে তাঁর ঝুলিতে ৷
  • 54 ম্যাচের শেষে অরেঞ্জ ক্যাপের দৌড়ে আধিপত্য বজায় রেখেছে এবারের আইপিলে দুরন্ত বিরাট কোহলি ৷ চেজ মাস্টার 542 রান ইতিমধ্যেই করেছেন তিনি ৷

আরও পড়ুন:

  1. ব্য়াটে-বলে নায়ক জাদেজা, পঞ্জাবকে হারিয়ে প্লে-অফের আরও কাছে চেন্নাই
  2. পাখির চোখ প্লে-অফ, ময়াঙ্কের ছিটকে যাওয়া কি কাজে আসবে কেকেআরের?
  3. ব্যাটে বিরাট-ডু'প্লেসি, বলে দুরন্ত সিরাজ; জয়ের হ্যাটট্রিকে দশ থেকে সাতে উঠল বেঙ্গালুরু
Last Updated : May 6, 2024, 8:05 AM IST

ABOUT THE AUTHOR

...view details