কলকাতা, 19 ফেব্রুয়ারি: আইপিএল ট্রফি জয়ের স্বাদ তাঁর অধিনায়কত্বে পেয়েছিল কলকাতা নাইট রাইডার্স ৷ গত 16টি আইপিএলে যে দু’বার নাইট রাইডার্স চ্যাম্পিয়ন হয়েছে, সব ক’টি তাঁরই নেতৃত্বে ৷ নাইটদের প্রাক্তন নেতা গৌতম গম্ভীর এবার ফের কেকেআরের ডাগ-আউটে ৷ মেন্টরের ভূমিকা পালন করবেন তিনি ৷ লখনউ সুপার জায়ান্টস শিবির ছেড়ে কলকাতায় ফিরেই তিনি নাইটদের চ্যাম্পিয়ন করার রেসিপি তৈরিতে নেমে পড়েছেন ৷ আর তার প্রস্তুতি শুরু হবে আগামী মার্চ মাসে 7 দিনের বিশেষ ক্যাম্প থেকে ৷
খুব শীঘ্রই আইপিএলের ঢাকে কাঠি পড়তে চলেছে ৷ এখনও সূচি ঘোষণা হয়নি ৷ তবে, প্রস্তুতি শুরু করে দিয়েছে প্রায় সব ফ্রাঞ্চাইজি ৷ ব্যক্তিগতভাবে অনুশীলন শুরু করে দিয়েছেন সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিও ৷ মুম্বইয়ে কেকেআরের অ্যাকাডেমিতে বেশ কয়েকজন ক্রিকেটারকে নিয়ে ইতিমধ্যেই অনুশীলন শুরু হয়েছে নাইটদের ৷ ভারতীয় দলে নেই ও রঞ্জি খেলছেন না, সেইসব ক্রিকেটাররা নাইটের অ্যাকাডেমিতে অনুশীলন করছেন ব্যাটিং কোচ অভিষেক নায়ারে অধীনে ৷
তবে, দলে সিনিয়র ক্রিকেটারদের নিয়ে মূল শিবির এবার মুম্বই নয় কলকাতায় করতে চলেছে নাইটরা ৷ আইপিএলের আগে সাত দিনের বিশেষ অনুশীলন শিবিরের আয়োজন করা হয়েছে কলকাতায়। মার্চ মাসের 15 তারিখ থেকে সাত দিনের শিবির করবে নাইটরা ৷ আইপিএলের অফিসিয়াল সূচি ঘোষণা হয়নি ৷ মার্চের বাইশ তারিখ থেকে টুর্নামেন্ট শুরু হতে পারে বলে খবর ৷ আইপিএল সূচির খসড়া বিসিসিআই তৈরি করে রেখেছে বলে জানা গিয়েছে ৷ সূত্রের খবর, 23 মার্চ ইডেনে কেকেআরের প্রথম ম্যাচ রয়েছে ৷