চেন্নাই, 27 মে: রবিবার কলকাতা নাইট রাইডার্স তাদের তৃতীয় আইপিএল শিরোপা জিতেছে ৷ চ্যাম্পিয়নের শিরোপা মাথায় নিয়ে অধিনায়ক শ্রেয়স আইয়ার জানালেন, তাদের দল পুরো মরশুমে 'অজেয়' ছিল ৷ উল্লেখ্য, রবিবার চিপকে সপ্তদশ আইপিএল ফাইনালে সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটিংয়ের উপর রীতিমতো রোড-রোলার চালিয়েছেন নাইট বোলাররা ৷ একতরফা ম্যাচে হায়দরাবাদকে হেলায় হারিয়ে তৃতীয় খেতাব ঘরে তুলল কেকেআর ৷
ট্রফি জয়ের স্বাদ পেয়ে নাইট অধিনায়ক বলেন, "একেবারে দাপুটে জয় ৷ আমরা পুরো সিজনে যে ক্রিকেটটা খেলেছি, তা অজেয় ছিল ৷ এই মুহূর্তে আমাদের কাছে উদযাপন করার মতো অনেক কিছু রয়েছে ৷ আর এটাই আমরা দল এবং দলের প্রত্যেক ক্রিকেটারের কাছ থেকে চেয়েছিলাম ৷ তাঁরা সবাই নিজেদের ভূমিকা সঠিকভাবে পালন করেছে ৷ সঠিক সময়ে নিজেদের মেলে ধরেছেন ৷ এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয় ৷ এটা খুব শান্তির ৷ আমাদের আজকের পারফর্ম্যান্সে শুরু থেকে শেষ পর্যন্ত কোনও খামতি ছিল না ৷ এবার আমি নিজের আবেগ প্রকাশ করার আর ভাষা পাচ্ছি না ৷"
আরও পড়ুন:বিশ্বকাপ ফাইনাল, ট্রাভিস হেড ও বৈভবের বিষাক্ত ডেলিভারি