কলকাতা, 21 জুন: ব্যবসায়ী পরিবারের সন্তান হলেও নিজের জোরে জীবনে কিছু করতে চেয়েছিলেন। তাই ক্রিকেট খেলতে গিয়ে বা অন্যকিছু করতে গিয়েও পারিবারিক সামর্থের জোরের কথা ভেবে আত্মতুষ্ট হননি। বরং নিজেকে নিজের কাছে প্রমাণ করার চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে সফল হওয়ার পথ খুঁজেছেন। ভারতের হয়ে ক্রিকেট খেললেও সেনাবাহিনীর আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা বরাবরের। তিনি গৌতম গম্ভীর। 2024 আইপিএলে কলকাতা নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন করানোর পরে শুক্রবার কলকাতায় পা-দিলেন।
মাঝের সময়ে ভারতীয় কোচের পদের জন্য পদপ্রার্থী হয়েছেন। বলা হচ্ছে টিম ইন্ডিয়ার পরবর্তী কোচের নাম গৌতম গম্ভীরই। কিন্তু কলকাতায় এসে গম্ভীর স্বয়ং জানালেন, তিনি এই বিষয়ে উত্তর দেওয়ার সঠিক লোক নন। কেকেআরের চ্যাম্পিয়ন হওয়াটাই আপাতত উপভোগ করছেন। ভারতীয় দলের সাফল্যের পিছনে কোনও ব্যক্তিবিশেষের অবদান যথেষ্ট নয়। ব্যক্তি নয় দল সবচেয়ে বেশি গুরুত্ব পেয়ে এসেছে। ভবিষ্যতেও পাবে। সাজঘরের প্রতিটি সদস্যের অবদান প্রয়োজন রয়েছে বলে মনে করেন।