পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

‘গুরুচর্চা’র এখন সঠিক সময় নয়, কেকেআরকে ট্রফি দেওয়ার পর কলকাতায় গৌতম - Gautam Gambhir

Gautam Gambhir in Kolkata: 2024 আইপিএল ট্রফি কেকেআরকে দিয়েছেন তিনিই ৷ এরপর আরও বেশি জল্পনা গাঢ় হয়েছে ভারতীয় ক্রিকেট দলের 'গুরু' দায়িত্ব দেওয়া হোক গৌতমকে ৷ এরপর তিনি জানিয়েছিলেন রোহিতদের হেডস্যর হতে রাজি আছেন ৷ আর আজ, শুক্রবার তিলোত্তমায় পা-দিয়ে ভারতীয় ক্রিকেট দলের হেডকোচ নিয়ে মুখ খুললেন ৷ কী বললেন তিনি?

Difficult to Answer Right Now Says Gautam Gambhir
গৌতম গম্ভীর (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jun 21, 2024, 11:01 PM IST

কলকাতা, 21 জুন: ব্যবসায়ী পরিবারের সন্তান হলেও নিজের জোরে জীবনে কিছু করতে চেয়েছিলেন। তাই ক্রিকেট খেলতে গিয়ে বা অন্যকিছু করতে গিয়েও পারিবারিক সামর্থের জোরের কথা ভেবে আত্মতুষ্ট হননি। বরং নিজেকে নিজের কাছে প্রমাণ করার চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে সফল হওয়ার পথ খুঁজেছেন। ভারতের হয়ে ক্রিকেট খেললেও সেনাবাহিনীর আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা বরাবরের। তিনি গৌতম গম্ভীর। 2024 আইপিএলে কলকাতা নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন করানোর পরে শুক্রবার কলকাতায় পা-দিলেন।

কলকাতায় গৌতম গম্ভীর (ইটিভি ভারত)

মাঝের সময়ে ভারতীয় কোচের পদের জন্য পদপ্রার্থী হয়েছেন। বলা হচ্ছে টিম ইন্ডিয়ার পরবর্তী কোচের নাম গৌতম গম্ভীরই। কিন্তু কলকাতায় এসে গম্ভীর স্বয়ং জানালেন, তিনি এই বিষয়ে উত্তর দেওয়ার সঠিক লোক নন। কেকেআরের চ্যাম্পিয়ন হওয়াটাই আপাতত উপভোগ করছেন। ভারতীয় দলের সাফল্যের পিছনে কোনও ব্যক্তিবিশেষের অবদান যথেষ্ট নয়। ব্যক্তি নয় দল সবচেয়ে বেশি গুরুত্ব পেয়ে এসেছে। ভবিষ্যতেও পাবে। সাজঘরের প্রতিটি সদস্যের অবদান প্রয়োজন রয়েছে বলে মনে করেন।

নিজের ক্রিকেট জীবনের সেরা ঘটনা বলতে টেস্ট ক্যাপ পাওয়াকেই সামনে রাখছেন। সৌরভ গঙ্গোপাধ্যায় তাঁর প্রথম অধিনায়ক। রাহুল দ্রাবিড়, অনিল কুম্বলের নেতৃত্বে খেলেছেন। খেলেছেন মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বেও। তাঁর নেতৃত্বেই বিশ্বকাপ জেতা। সবচেয়ে বেশি সময় খেলেছেন ধোনির নেতৃত্বেই। তাই পরিসংখ্যানের বিচারে নেতা ধোনিকেই এগিয়ে রাখলেন। কারণ নিজেকে নিজে সেরা অধিনায়ক বলতে পারেন না। ফ্র্যাঞ্চাইজি মালিক হিসেবে তুলনায় যেতে রাজি হননি। কারণ সবাই ভালো।

তবে শাহরুখ খানের সঙ্গে পাঁচ বছরের সম্পর্কে কোনও দিন ক্রিকেট নিয়ে আলোচনা হয়নি। তাই মালিক হিসেবে সেরা শাহরুখকেই মানছেন। ছয়টি ম্যাচে দেশকে নেতৃত্ব দিয়েছেন। ছয়টিতেই জয়ী। তবুও দীর্ঘসময়ের জন্য নেতৃত্ব পাননি। তা নিয়ে আক্ষেপ নেই। কারণ কোনও ক্রিকেটারই নেতৃত্বের জন্য দলে সুযোগ পায় না। স্বপ্নও দেখে না।

ABOUT THE AUTHOR

...view details