পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

90 মিনিট ম্যাচ ফিট নন ম্যাকলারেন, দীপেন্দুকে দ্রুত জাতীয় দলে দেখছেন মোলিনা - Molina on Jamie Maclaren Fitness - MOLINA ON JAMIE MACLAREN FITNESS

Jose Molina on Jamie Maclaren Fitness: জেমি ম্যাকলারেনের পুরো ম্যাচ খেলার ফিটনেস নেই বলে জানালেন কোচ হোসে মোলিনা ৷ নর্থ-ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ম্যাচ জিতে অস্ট্রেলিয়ান ফুটবলারকে নিয়ে এমনটাই জানিয়েছেন তিনি ৷ তবে, বাঙালি ডিফেন্ডার দীপেন্দু বিশ্বাসকে নিয়ে আশাবাদী শোনাল তাঁকে ৷

Jose Molina on Jamie Maclaren Fitness
জেমি ম্যাকলারেন পুরো 90 মিনিট খেলার মতো ম্যাচ ফিট নন বলে জানালেন কোচ হোসে মোলিনা ৷ (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Sep 24, 2024, 2:12 PM IST

কলকাতা, 24 সেপ্টেম্বর: জেমি ম্যাকলারেনের সবুজ-মেরুন জার্সিতে অভিষেক হলেও, তিনি 90 মিনিট খেলার মত জায়গা নেই ৷ অস্ট্রেলিয়ান বিশ্বকাপার সম্পর্কে এমনটাই জানিয়েছেন মোহনবাগান সুপার জায়ান্ট কোচ হোসে মোলিনা ৷ সোমবার নর্থ-ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে মিনিট পনেরোর মাঠে নেমে একবার বল পাস দেওয়া এবং একটি গোলমুখী বলের জন্য স্প্রিন্ট ছাড়া, সেভাবে কোনও অবদান চোখে পড়েনি ম্যাকলারেনের ৷ তবে, স্বল্প উপস্থিতিতে বুঝিয়েছেন গতি রয়েছে চমকে দেওয়ার মতো ৷

হোসে মোলিনা অবশ্য দলের নয়া তারকা বিদেশিকে নিয়ে প্রশংসার ডালি উপচে দিতে এখনই নারাজ ৷ ম্যাকলারেনকে নিয়ে মোলিনার মূল্যায়ন, "পুরো 90 মিনিট খেলার মতো জায়গায় ম্যাকলারেন এখনও আসেননি ৷ চোটের জন্য পুরো অনুশীলন করতে পারছেন না ৷ ফলে বলা যায়, প্রাক মরশুম প্রস্তুতির মধ্যে রয়েছে ৷ দ্রুত ফিট হওয়ার চেষ্টা করছে ৷ আশা করছি খুব তাড়াতাড়ি পুরো সময় খেলার মতো জায়গায় চলে আসবে ৷"

জেমি ম্যাকলারেন পুরো 90 মিনিট খেলার মতো ম্যাচ ফিট নন বলে জানালেন কোচ হোসে মোলিনা ৷ (ইটিভি ভারত)

নর্থ-ইস্টের বিরুদ্ধে দু’বার পিছিয়ে পড়ে তিন গোলে জয়ের জন্য পুরো দলকে কৃতিত্ব দিতে চান স্প্যানিশ কোচ ৷ দল হিসেবে মোহনবাগানের খেলার প্রশংসা কোচের মুখে ৷ তবে, বেশি উচ্ছ্বাস বাঙালি ডিফেন্ডার দীপেন্দু বিশ্বাসকে নিয়ে ৷ ম্যাচের 9 মিনিটে পেত্রাতোসের ফ্রি-কিকে দুরন্ত হেডে দলকে সমতায় ফিরিয়েছিলেন তিনি ৷ টম অলডেয়ারের পাশে দাঁড়িয়ে সবুজ-মেরুন রক্ষণকে নির্ভরতাও দিয়েছেন ৷ তাঁর স্বচ্ছ ট্যাকেলের প্রশংসা করছে সকলেই ৷ মোলিনা আগেই বলেছিলেন, আনোয়ারের অভাব তিনি দীপেন্দুকে দিয়ে ঢেকে দেবেন ৷ নর্থ-ইস্ট ম্যাচের পরে মোলিনা বলছেন, "ঠিকভাবে পারফরম্যান্স করে গেলে দ্রুত জাতীয় দলে জায়গা করে নেবেন দীপেন্দু ৷"

আইএসএলে জয়ে ফিরলেও মোহনবাগান সুপার জায়ান্ট রক্ষণের গোল হজম করার বদভ্যাস থেকে বেরোতে পারছে না ৷ যদিও, এ নিয়ে হোসে মোলিনা কোনও মন্তব্য করেননি ৷ তবে, গ্রেগ স্টুয়ার্ট বলেছেন, "গোল হজমের বিষয়টি চিন্তার অবশ্যই ৷ কারণ, প্রতিম্যাচে আমরা প্রতিপক্ষের থেকে বেশি গোল করব এমন নাও হতে পারে ৷ তাই জয়ে ফিরলেও এই বিষয়টি নিয়ে আমাদের সতর্ক হতে হবে ৷"

ABOUT THE AUTHOR

...view details