সিডনি, 3 জানুয়ারি: একাদশ থেকে রোহিত শর্মার বাদ পড়া থেকে বেরিয়ে সিডনি টেস্টের প্রথমদিন শেষ হল একটু অন্যভাবে ৷ বিরাট কোহলির পর 19 বছরের অজি ব্য়াটারের সঙ্গে এবার ঠোকাঠুকি বাঁধল জসপ্রীত বুমরার ৷ যার পরিণাম খারাপই হল অস্ট্রেলিয়ার জন্য ৷ নাটকীয় পরিসমাপ্তিতে সিডনি টেস্টের প্রথমদিন ভারতের 185 রানের জবাবে এক উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া তুলল 9 রান ৷ দিনের শেষ বলে উসমান খোয়াজার উইকেট খোয়াল অজিরা ৷
সিডনির ঘাসে ঢাকা বাইশ গজে ভারতীয় দলের হতশ্রী ব্য়াটিং অব্য়াহত ৷ রোহিত শর্মার নিজেকে সরিয়ে নিলেও সারল না ভারতীয় ব্য়াটিংয়ের রোগ ৷ সে যাইহোক, দিনের শেষবেলায় এদিন তিন ওভার মাত্র ব্যাটিংয়ের সুযোগ পায় অস্ট্রেলিয়া ৷ আর কনস্টাসের সঙ্গে বুমরার গণ্ডগোল 2.4 ওভারের মাথায় ৷ ওভারের পঞ্চম বলের জন্য রান-আপ নিতে গিয়ে ভারত অধিনায়ক বুমরা দেখেন স্ট্রাইক-এন্ডে তৈরি নন খোয়াজা ৷ অজি ওপেনার সময় নষ্ট করছেন, এমন অভিযোগ তুলে আম্পায়ারের দৃষ্টি আকর্ষণ করেন বুমরা ৷
হঠাতই নন-স্ট্রাইক এন্ডে দাঁড়িয়ে থাকা স্যাম কনস্টাস বুমরাকে উদ্দেশ্য করে কিছু বলেন ৷ যা শুনে ভারত অধিনায়ক পাল্টা অজি ব্যাটারকে কিছু বললে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে ৷ পরিস্থিতি সামাল দেন আম্পায়ার শরফুদ্দৌল্লা সৈকত ৷ সাময়িক পরিস্থিতি খানিকটা থিতোলেও ফের গনগনে আঁচটা টের পাওয়া যায় ওভারের অন্তিম ডেলিভারিতে গুজরাত পেসার খোয়াজাকে আউট করতেই ৷ অজি ওপেনার স্লিপে কেএল রাহুলকে ক্যাচ দিয়ে ফিরতেই গর্জে ওঠে ভারতীয় দল ৷ তাঁদের সেলিব্রেশনের লক্ষ্য হয়ে ওঠেন কনস্টাস ৷