কলকাতা, 6 ফেব্রুয়ারি: ঘরের মাঠে টানা ন'ম্যাচে জয় ৷ প্রতিপক্ষের উপর স্টিমরোলার চালানো অভ্যেস করে ফেলেছে মোহনবাগান সুপার জায়ান্ট ৷ পঞ্জাবকে হারিয়ে প্রথম দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করেছে হোসে মোলিনার ছেলেরা ৷ এবার লক্ষ্য টানা দ্বিতীয়বার লিগ শিল্ড ৷ বুধবার ম্যাচের পর বাগানের প্রশংসা পঞ্জাব কোচ প্যানাগিয়োটিস ডিল্মপেরিসের গলায় ৷ তিনি জানান, ফুটবলারদের গুণগত মানই মোহনবাগান সবুজ-মেরুনকে সবার সবার থেকে এগিয়ে রেখেছে। তবে গতকালের ম্যাচের পর যাঁকে নিয়ে সবচেয়ে বেশি চর্চা, তিনি জেমি ম্যাকলারেন ৷ খারাপ দিনেও জোড়া গোলে জয় এনে দিয়েছেন এ লিগের পাঁচবারের শীর্ষ গোলদাতা ৷
তিনি যে আদ্যন্ত টিমম্যান এবং সবুজ-মেরুনে এসে খুব অল্প সময়েই সমর্থকদের নাড়ির টান বুঝতে পেরেছেন, তার প্রমাণ বুধবার দিয়েছেন অজি বিশ্বকাপার ৷ সম্প্রতি প্রয়াত হয়েছেন মোহনবাগানের বর্ষীয়ান সমর্থক সমর কুমার চাকি ৷ হাসপাতালের বিছানায় শুয়ে মহামেডানের বিরুদ্ধে ডার্বি জয়ও দেখেছিলেন তিনি ৷ তারপরই বার্ধক্যজনিত রোগে গত সোমবার প্রয়াত হয়েছেন শ্যামনগরের সমরবাবু ৷ গতকাল তাঁর জোড়া গোল এবং জয় ম্যাচের পর সমর কুমার চাকিকেই উৎসর্গ করেছেন অজি স্ট্রাইকার ৷ যা হৃদয় ছুঁয়েছে সমর্থকদের ৷
ম্য়াচের পর ম্য়াকলারেনের প্রশংসায় পঞ্চমুখ কোচ মোলিনাও ৷ বুধবার নিখুঁত রিসিভিংয়ে অজি বিশ্বকাপার বিপক্ষ রক্ষণ ভাঙার পর মোহনবাগান কোচ বলেন, "ম্যাকলারেন দারুণ পারফরম্যান্স দেখিয়েছে। গ্রেগও দুর্দান্ত খেলেছে। জেসনও দুর্দান্ত। আমি গোল নিয়ে চিন্তিত নই। কারণ, স্ট্রাইকাররা সুযোগ তৈরি করছে। আমি জানি গোল আসবেই। ওদের খেলায় আমি খুশি। ওরা যদি একইভাবে খেলে যেতে পারে তাহলে আরও গোল আসবে।" লিগ শিল্ড জয়ের প্রশ্নে তাঁর উত্তর, "আমরা সুবিধাজনক জায়গায় আছি। তবে দেখা যাক বাকি ম্যাচগুলোতে কী ঘটে।"