পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

মোহনবাগানকে কটাক্ষ, ক্রীড়ামন্ত্রী আসরে নামতেই টিকিটের দাম কমাল ইস্টবেঙ্গল - Controversy over Derby Ticket Price

Derby Ticket Price Controversy: ডার্বি নিয়ে যাবতীয় জট কাটার পথে ৷ বিতর্ক সরিয়ে টিকিটের এক দাম করার সিদ্ধান্ত নিল ইস্টবেঙ্গল ক্লাব ৷ যদিও সেই বিজ্ঞপ্তিতেও মোহনবাগানকে কটাক্ষ করতে ছাড়ল না লাল-হলুদ ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Mar 8, 2024, 6:47 PM IST

Updated : Mar 8, 2024, 7:57 PM IST

আসরে ক্রীড়ামন্ত্রী

কলকাতা, 8 মার্চ: বাঙালির ডার্বিতে যা কোনওদিন হয়নি, তাই হচ্ছিল এতদিন ৷ ইস্টবেঙ্গল আয়োজিত ডার্বিতে দু’দলের টিকিটের দামের বৈষম্য নিয়ে উত্তাল হয়েছিল ময়দান ৷ দ্বন্দ্ব মেটাতে আসরে নেমেছিলেন খোদ ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস । তাঁর উদ্যোগেই এবার খুলল জট । বৈঠকের পর ক্রীড়ামন্ত্রী জানালেন, টিকিটের দাম কমাচ্ছে ইস্টবেঙ্গল ৷ সেই মতোই বিজ্ঞপ্তি প্রকাশ করে টিকিটের দাম এক রাখার কথা জানাল লাল-হলুদ ৷ পাশাপাশি এও জানানো হয়েছে, নিজেদের সমর্থকদের টিকিটের দামে বিশেষ ছাড় দেবে ইস্টবেঙ্গল ৷

10 মার্চ রবিবার ফিরতি ডার্বিতে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান । আয়োজনের প্রথম পর্ব থেকেই সমস্যার জট । ধীরে ধীরে কাঠখড় পুড়িয়ে তা খোলা হচ্ছিল । এরপর টিকিটের দাম প্রকাশ হতেই নতুন সমস্যা শুরু । দু’দলের সমর্থকদের টিকিটের দামে বৈষম্য । টিকিট বুকিং অ্যাপ ও ওয়েবসাইটে টিকিট বিক্রি শুরু হওয়ার পর থেকে সমস্যা আরও বাড়ে । দেখা যায়, ইস্টবেঙ্গলের টিকিট সর্বনিম্ন 100 টাকা থেকে শুরু । অন্যদিকে মোহনবাগান গ্যালারির টিকিটের সর্বনিম্ন দাম শুরু 250 টাকা থেকে ।

কলকাতা ডার্বিতে দু’দলের সমর্থকদের জন্য আলাদা টিকিট অতীতে দেখা যায়নি বলেও অভিযোগ করেন অনেকে । এরপরই মোহনবাগানের ক্লাবের পক্ষ থেকে সরাসরি টিকিট বয়কটের কথা জানানো হয় । ক্লাব সচিব দেবাশিস দত্ত নিজে প্রেস রিলিজ দিয়ে তা জানান । তারই সুর ধরে এবং প্রতিবাদের অংশ হিসেবে মোহনবাগানের পাঁচ সমর্থক নগর দায়রা আদালতের মামলা করেন ।

ডার্বির টিকিটের দাম নিয়ে মামলাও এর আগে কখনও হয়নি । ফলে সমস্যা আরও জটিল হয়ে ওঠে । সেই জট মেটাতে আসরে নামেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস । শুক্রবার বিদ্যুৎ ভবনে সাংবাদিক বৈঠকে ক্রীড়ামন্ত্রী বলেন, ‘‘যারাই করুক খারাপ কাজ করেছে । বাংলায় ফুটবল পাগল মানুষের সংখ্যা বেশি । মাঠ যদি না ভরে তাহলে লাভ কী । সমর্থকরা মাঠে যাবেন, মাঠ ভরাবেন ৷ তবেই তো দেখতে ভালো লাগবে । আমি ইস্টবেঙ্গলের সঙ্গে কথা বলেছি, কর্তাদের সঙ্গেও কথা হয়েছে । গতরাতে সব সিদ্ধান্ত হয়েছে । সমস্যা মিটেছে, টিকিটের দাম আলাদা হবে না । সব এক হবে ।’’

মোহনবাগান ক্লাব তো টিকিট বয়কট করবে বলে জানিয়েছে । ক্রীড়ামন্ত্রী অবশ্য বলেন, ‘‘টিকিটের দাম যদি এক হয়, তাহলে মোহনবাগানেরও মাঠে যাওয়া উচিত ।’’ ইস্টবেঙ্গলও টিকিটের দামের বিতর্ক নিয়ে দ্রুত অবস্থান ঘোষণা করতে চলেছে। সেখানেই অফলাইনে কবে কখন টিকিট বিক্রি শুরু হবে তাও জানানো হবে ।

আরও পড়ুন:

  1. আদালতের নির্দেশের পর আসরে ক্রীড়ামন্ত্রী, মিটল ডার্বির টিকিটের দামের বৈষম্য
  2. ডার্বি টিকিটে দামের বৈষম্য, বয়কটের সিদ্ধান্ত মোহনবাগানের
  3. বেশি খসবে বাগান সমর্থকদের, ইস্টবেঙ্গল আয়োজিত ডার্বিতে কমছে না বিতর্ক
Last Updated : Mar 8, 2024, 7:57 PM IST

ABOUT THE AUTHOR

...view details