কলকাতা, 8 মার্চ: বাঙালির ডার্বিতে যা কোনওদিন হয়নি, তাই হচ্ছিল এতদিন ৷ ইস্টবেঙ্গল আয়োজিত ডার্বিতে দু’দলের টিকিটের দামের বৈষম্য নিয়ে উত্তাল হয়েছিল ময়দান ৷ দ্বন্দ্ব মেটাতে আসরে নেমেছিলেন খোদ ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস । তাঁর উদ্যোগেই এবার খুলল জট । বৈঠকের পর ক্রীড়ামন্ত্রী জানালেন, টিকিটের দাম কমাচ্ছে ইস্টবেঙ্গল ৷ সেই মতোই বিজ্ঞপ্তি প্রকাশ করে টিকিটের দাম এক রাখার কথা জানাল লাল-হলুদ ৷ পাশাপাশি এও জানানো হয়েছে, নিজেদের সমর্থকদের টিকিটের দামে বিশেষ ছাড় দেবে ইস্টবেঙ্গল ৷
10 মার্চ রবিবার ফিরতি ডার্বিতে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান । আয়োজনের প্রথম পর্ব থেকেই সমস্যার জট । ধীরে ধীরে কাঠখড় পুড়িয়ে তা খোলা হচ্ছিল । এরপর টিকিটের দাম প্রকাশ হতেই নতুন সমস্যা শুরু । দু’দলের সমর্থকদের টিকিটের দামে বৈষম্য । টিকিট বুকিং অ্যাপ ও ওয়েবসাইটে টিকিট বিক্রি শুরু হওয়ার পর থেকে সমস্যা আরও বাড়ে । দেখা যায়, ইস্টবেঙ্গলের টিকিট সর্বনিম্ন 100 টাকা থেকে শুরু । অন্যদিকে মোহনবাগান গ্যালারির টিকিটের সর্বনিম্ন দাম শুরু 250 টাকা থেকে ।
কলকাতা ডার্বিতে দু’দলের সমর্থকদের জন্য আলাদা টিকিট অতীতে দেখা যায়নি বলেও অভিযোগ করেন অনেকে । এরপরই মোহনবাগানের ক্লাবের পক্ষ থেকে সরাসরি টিকিট বয়কটের কথা জানানো হয় । ক্লাব সচিব দেবাশিস দত্ত নিজে প্রেস রিলিজ দিয়ে তা জানান । তারই সুর ধরে এবং প্রতিবাদের অংশ হিসেবে মোহনবাগানের পাঁচ সমর্থক নগর দায়রা আদালতের মামলা করেন ।