পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

প্রতিকূলতা সামলে 'চেন্নাই এক্সপ্রেস' থামানোর চ্যালেঞ্জ ইস্টবেঙ্গলের - ISL 2024 25

হেক্টর ইউস্তের খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্টেও ৷ তবুও, পয়েন্ট টেবিল একেবারে নিচ থেকে উপরে ওঠার মরিয়া চেষ্টা অস্কার ব্রুজোর ৷

ISL 2024 25
প্রতিকূলতা সামলে 'চেন্নাই এক্সপ্রেস' থামানোর চ্যালেঞ্জ ইস্টবেঙ্গলের ৷ (ইটিভি ভারত)

By ETV Bharat Sports Team

Published : Dec 6, 2024, 8:54 PM IST

কলকাতা, 6 ডিসেম্বর: হেক্টর ইউস্তেকে নিয়ে অনিশ্চয়তা রয়েই গেল ইস্টবেঙ্গলে ৷ প্র্যাকটিসে যোগ দিলেও ফিজিও-র সঙ্গে বেশি সময় কাটালেন তিনি ৷ ফলে তাঁকে চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে নামানো নিয়ে দ্বিধা দূর হচ্ছে না ইস্টবেঙ্গল থিঙ্কট্যাঙ্কের ৷ তবুও, শনিবার ওয়েন কোয়েলের দলের বিরুদ্ধে নামার আগে টার্গেট বেঁধে দিলেন অস্কার ব্রুজো ৷

আইএসএলে প্রথম জয় তুলে নেওয়ার পর ইস্টবেঙ্গল কোচ শুধুই সামনে এগোনোর কথা বলছেন ৷ মাত্র চার পয়েন্ট নিয়ে সবার নিচে রয়েছে লাল-হলুদ ব্রিগেড ৷ তাই এবার লক্ষ্য বড় রেখে উপরে ওঠাই পাখির চোখ তাঁর ৷ সেই কাজটা চেন্নাইয়িন এফসি ম্যাচ থেকেই করতে চায় লাল-হলুদ ব্রিগেড ৷ মোহনবাগান এফসি-র বিরুদ্ধে চেন্নাইয়িন এফসির খেলা দেখে হোমওয়ার্ক সেরে নিয়েছেন লাল হলুদ হেডস্যার।

প্রতিকূলতা সামলে 'চেন্নাই এক্সপ্রেস' থামানোর চ্যালেঞ্জ ইস্টবেঙ্গলের ৷ (ইটিভি ভারত)

তবে তাদের খেলতে হবে চেন্নাইয়ের মাটিতে। ফলে আবহাওয়া, মাঠের চরিত্র সবকিছুর সঙ্গে মানিয়ে নেওয়ার একটা চ্যালেঞ্জ তো রয়েইছে। চেন্নাইয়ের আবহাওয়ায় আর্দ্রতা বেশি। ফলে ফিটনেসের পরীক্ষা দিতে হবে। যা নিয়ে দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রতিটি অনুশীলনে বাড়তি সময় দিয়েছেন অস্কার ব্রুজো। ফল যে মিলিছে তা দেখা যাচ্ছে। কারণ, ইস্টবেঙ্গল ফুটবলাররা পুরো নব্বই মিনিট দৌড়চ্ছেন। প্রতিপক্ষ চেন্নাইয়িন সম্বন্ধে সতর্ক লাল হলুদ ব্রিগেড। কোচ বলছেন, “আনপ্রেডিক্টেবল টিম।” কোচের পাশে বসে জিকসন সিং জানিয়েছেন চেন্নাইয়িন শারীরিক শক্তি প্রয়োগ নির্ভর ফুটবল খেলে। ফলে সতর্ক থাকতে হবে।

চেন্নাইয়ন এফসির বিরুদ্ধে ইস্টবেঙ্গলের ভারতীয় ব্রিগেডের উপর থাকবে নজর ৷ (নিজস্ব চিত্র)

জিতলে আরও পাকা শীর্ষস্থান ! খরচ হবে না মোহনবাগানের খেলা দেখতে

ওয়েন কোয়েলের ছেলেরা মোটেই ভালো জায়গায় নেই। শেষ দুটো ম্যাচে তারা পরাজিত হয়েছে। পয়েন্ট বারো। ফলে ঘরের মাঠে খেলার সুবিধা সঙ্গে থাকলেও নড়বড়ে একটা ভাব দলের অন্দরে রয়ে গিয়েছে।

প্রতিপক্ষের এই নড়বড়ে ভাবটাই কাজে লাগাতে চাইছেন অস্কার ব্রুজো। প্রতিপক্ষকে জায়গা দেওয়া যাবে না বলে ফুটবলারদের সতর্ক করেছেন। একইভাবে সেটপিসের সময় সতর্ক থাকার কথাও বলেছেন। হেক্টর ইউস্তে একান্তই না পারলে হিজাজি মাহের আনোয়ারের সঙ্গে জুটি বাঁধবেন। কার্ড সমস্যায় না থাকা লালচুননুঙ্গার বদলে প্রভাত লাকড়া একাদশে আসবেন। বাকি দল একই থাকার কথা। সেক্ষেত্রে কার্ড সমস্যা কাটিয়ে নন্দকুমার এবং মহেশ নওরেম সিং ফিরলেও ডাগ আউটে অপেক্ষা করতে হবে।

ইস্টবেঙ্গলের অনুশীলনে ক্লেটন সিলভা ৷ (নিজস্ব চিত্র)

ইস্টবেঙ্গল কোচ বলছেন তার কাছে পারফরম্যান্স শেষ কথা। দলে বেশ কিছু বড় নাম থাকলেও বেশ কয়েকজন ভালো ফুটবলার রয়েছেন। যাদের সামনে প্রমাণ করার সুযোগ থাকছে। যেমন পিভি বিষ্ণু প্রমাণ করেছেন। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ থেকে আইএসএলের দুটো ম্যাচ-সহ মোট পাঁচটি ম্যাচে ইস্টবেঙ্গল রক্ষণ অক্ষত। চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে সেই ধারাবাহিকতা বজায় রাখাই চ্যালেঞ্জ। এবং সেই চ্যালেঞ্জ নিতে শুধু আনোয়াররাই নন,পুরো দলই তৈরি। দলগত সংহতির এই প্রকাশেই আস্থা রাখছেন অস্কার ব্রুজো। এখন দেখার চেন্নাই এক্সপ্রেস রুখে লাল হলুদ ব্রিগেড ঘুরে দাঁড়ানোর প্রক্রিয়া যা শুরু হয়েছে তা বজায় রাখতে পারে কি না !

ABOUT THE AUTHOR

...view details