পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

নাইট ঘূর্ণিতে বেকায়দায় মুম্বই, জয়ের আশা কলকাতার - IPL 2024 - IPL 2024

MI vs KKR Matches: চলতি আইপিএলে ভাল খেলছে কলকাতা নাইট রাইডার্স। মুম্বই ইন্ডিয়ান্সকে হারালে প্লে-অফের দিকে এগিয়ে যাবে নাইট বাহিনী ৷

MI vs KKR Matches
নাইট ঘুর্নিতে বেকায়দায় মুম্বই (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : May 3, 2024, 11:03 PM IST

Updated : May 4, 2024, 5:40 PM IST

কলকাতা, 3 মে: টি20 বিশ্বকাপের আগে রোহিত শর্মাকে ঘিরে অস্বস্তির বাতাবরণ তৈরি হয়েছিল। সেই কারণেই শুক্রবারের ম্যাচে প্রথম দলে ছিলেন না মুম্বই ইন্ডিয়ান্সকে পাঁচবার চ্যাম্পিয়ন করা ক্যাপ্টেন। ম্যাচ শুরু হওয়ার আগে মুম্বই মেন্টর সচিন তেন্ডুলকরের সঙ্গে বেশ কিছুটা সময় কথা বলতে দেখা যায় রোহিতকে। বারে বারে পিঠে হাত দিয়ে তিনি কিছু বোঝাতে চাইছিলেন মাস্টার ব্লাস্টারকে। শিরদাঁড়া দেখিয়ে তিনি কিছু একটা বলতে চাইছিলেন। টি20 বিশ্বকাপের আগে রোহিতের চোটের আশঙ্কা রয়েছে! সেই কারণেই হয়তো তাঁকে ফিল্ডিং থেকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

আশঙ্কা সরিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের ইনিংসের গোড়াপত্তন করতে নামেন রোহিত শর্মা। তবে তাঁর খারাপ ফর্ম আজও অব্যাহত ছিল। 12 বলে 11 রান করে ফিরে যান তিনি। ঘরের মাঠে 170 রান তাড়া করতে নেমে মুম্বই ব্যাটিং বিপর্যয়ের শিকার হয়। রোহিত শর্মার ধারাবাহিক ব্যর্থতার দিনে অধিনায়ক হার্দিক পাণ্ডিয়াও (1) ব্যর্থ হন। নাইট স্পিনারদের ঘূর্ণিতে হারের আশঙ্কার সামনে দাঁড়িয়ে মুম্বই ইন্ডিয়ান্স। মিচেল স্টার্ক 13 রানে ইশান কিষানকে ফিরিয়ে দেওয়ার পরে নাইট ঘূর্ণিতে নাজেহাল হয়ে পড়ে মুম্বই।

ওয়াংখেড়ে স্টেডিয়াম কলকাতা নাইট রাইট রাইডার্সের জন্য এক অদৃশ্য লক্ষণরেখা টেনে রাখে, যা পার করে সাফল্যের আলো নিয়ে আসতে মাত্র একবার সফল হয়েছিল তারা। টস হেরে ব্যাট করতে নেমে নাইট ব্যাটাররাও ব্যর্থতার সরণিতে এসে দাঁড়িয়েছিলেন। দুই ওপেনার সুনীল নারিন (8) এবং ফিল সল্ট (5) নাইট ব্যাটিং লাইন আপের স্তম্ভ। শুক্রবার দুজনেই ব্যর্থ। ওপেনারদের ব্যর্থতার দিনে নাইট মিডল অর্ডার রক্ষাকর্তা হতে পারত। কিন্তু ভেঙ্কটেশ আইয়ারের 52 বলে 70 রান ছাড়া অঙ্গকৃষ রঘুবংশী (13), শ্রেয়স আইয়ার (6), রিঙ্কু সিং(9)-সকলেই দ্রুত সাজঘরে ফিরে যান।

একসময় 57 রানে 5 উইকেট পড়ে গিয়েছিল। দলের বিপর্যয় রুখে দেয় মণীশ পান্ডে-ভেঙ্কটেশ আইয়ার জুটি। দুজনে 83 রান তুলে দলের রানকে ভদ্রস্থ করার চেষ্টা করেন। চলতি আইপিএলে প্রথমবার খেলতে নেমে মণীশ পান্ডে করেন 42 রান। 35 বলের ইনিংস সাজানো দুটি বাউণ্ডারি এবং দুটি বিশাল ছক্কায়। তবে নাইট ইনিংস টানলেন ভেঙ্কটেশ আইয়ার। একবছর আগে মুম্বইয়ের বিরুদ্ধে সেঞ্চুরি করেছিলেন। শুক্রবার তাঁর 70 রানের ইনিংস সাজানো ছয়টি বাউণ্ডারি এবং তিন ছক্কায়। গুরুত্বপূর্ণ সময়ে রান আউট আন্দ্রে রাসেল।

দুই বলে তাঁর 7 রান যখন মারকুটের ইনিংসের আশা দেখাচ্ছে তখন ভুল বোঝাবুঝিতে রান আউট হন। মিচেল স্টার্ক,বৈভব অরোরা কোনও রান করেননি। ফলে 169 রানে শেষ নাইট ইনিংস। যশপ্রীত বুমরা এবং নুয়ান থুসারা তিনটি করে উইকেট নিয়েছেন। হার্দিক পাণ্ডিয়ার শিকার দুই ।

আরও পড়ুন

1. আরবসাগরের তীরে আজ 'বাদশা' হয়ে উঠতে চান নাইটরা

2.বিশ্বকাপ স্কোয়াডের পরিকল্পনায় আইপিএলের বিশেষ প্রভাব নেই, স্পষ্ট করলেন রোহিত

3.আইএসএল চ্যাম্পিয়ন হয়ে বৃত্ত সম্পূর্ণ করার লক্ষ্যে স্থির হাবাস

Last Updated : May 4, 2024, 5:40 PM IST

ABOUT THE AUTHOR

...view details