বাকু (আজারবাইজান), 15 সেপ্টেম্বর: ফর্মুলা-2 গ্রাঁ পি'তে ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে ভারতের কুশ মাইনি ৷ রবিবার আজারবাইজানে রেসের শুরুতেই মারাত্মক সংঘর্ষের কবলে পড়েন বেঙ্গালুরুজাত এই ফর্মুলা ড্রাইভার ৷ তাঁর গাড়িকে পিছনে থেকে ধাক্কা মারে অন্য দুই প্রতিযোগীর গাড়ি ৷ মুহূর্তের মধ্যে ভারতীয় প্রতিযোগী এবং তাঁর গাড়িকে ফেন্সিংয়ের ধারে ছিটকে যায় ৷ গাড়ি দুমড়ে-মুচড়ে গেলেও সকলকে স্বস্তি দিয়ে কিছুক্ষণ বাদে গাড়ি থেকে অক্ষত অবস্থায় বেরিয়ে আসেন কুশ ৷
আজারবাইজান গ্রাঁ পি'র সেই দুর্ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ায় ৷ জানা গিয়েছে, গাড়ির প্রযুক্তিগত ত্রুটির কারণেই ভয়ঙ্কর দুর্ঘটনা থেকে কোনওক্রমে রক্ষা পেয়েছেন ভারতীয় প্রতিযোগী ৷ এদিন ফ্ল্যাগ-অফ হওয়ার পর গ্রিড বা লাইনে পঞ্চম স্থানে দাঁড়ানো কুশ মাইনির গাড়ি টেকনিক্যাল কারণে লঞ্চ করতে পারেনি ৷ পিছনে থাকা একাধিক গাড়ি তাঁকে পাশ কাটিয়ে এগিয়ে গেলেও দু'টি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তীব্র গতিতে এসে ধাক্কা মারে কুশের গাড়িকে ৷