পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

মেয়েদের পর ছেলেদের 'লক্ষ্যভেদ', তৃতীয় হয়ে সরাসরি অলিম্পিক্সের কোয়ার্টারে ভারত - Paris Olympics 2024 - PARIS OLYMPICS 2024

Men's Archery Team Secure Direct Entry in QF: শুরুর দিন থেকেই 'নিশানা'র লড়াইয়ে ভারতের পারফরম্যান্স দুরন্ত ৷ মেয়েদের মতো ছেলেরাও কামাল করলেন তিরন্দাজিতে ৷ বৃহস্পতিবার প্যারিস অলিম্পিক্সে মহিলাদের পর ভারতের পুরুষ দলও সরাসরি কোয়ার্টার ফাইনালে পৌঁছল ৷

Men's Archery Team Secure Direct Entry in QF
মেয়েদের পর ছেলেদের 'লক্ষ্যভেদ' (এপি)

By ETV Bharat Bangla Team

Published : Jul 25, 2024, 8:48 PM IST

Updated : Jul 25, 2024, 9:22 PM IST

প্যারিস, 25 জুলাই:অলিম্পিক্সের উদ্বোধনের দিন অ্যাথলিটরা মাঠে নামতেই পরপর সাফল্য ৷ তিরন্দাজিতে মেয়েদের প্রথমে কোয়ার্টারে প্রবেশের পর এবার ছেলেরাও সরাসরি উঠে গেলেন কোয়ার্টার-ফাইনালে। ধীরজ বোম্মাদেবারা, তরুণদীপ রাই ও প্রবীণ যাদবের মিলিত পারফরম্যান্সের সুবাদে পুরুষদের টিম ইভেন্টে তৃতীয় স্থানে শেষ করে সরাসরি কোয়ার্টার ফাইনালে উঠে গেল ভারত। শেষ আট যেমন নিশ্চিত তাই আর একটা ধাপ উত্তীর্ণ হলেই পদকের খোঁজে নামতে পারবেন ভারতের ছেলেরা।

এদিন যোগ্যতাপর্বের রাউন্ডে ভারতের ধীরজ বোম্মাদেবারা 681 পয়েন্ট পেয়ে চারে শেষ করেছেন তিনি। তাঁর স্কোরই ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ ৷ অন্যদিকে 674 পয়েন্ট নিয়ে তরুণদীপের স্থান 14। যদিও তিনজনের মধ্যে সবচেয়ে খারাপ ব়্যাঙ্কিং প্রবীণের। 658 পয়েন্ট নিয়ে তিনি শেষ করেছেন 39তম স্থানে। সব রাউন্ড মিলিয়ে ভারতের স্কোর 2013। দ্বিতীয় স্থানে থাকা ফ্রান্সের স্কোর 2025। শীর্ষস্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া। তাদের পয়েন্ট 2049। চার নম্বরে থাকা চিনের পয়েন্ট 1998।

তবে মিক্সড ইভেন্টে পঞ্চম স্থানে শেষ করেছে ধীরজ আর অঙ্কিতার জুটি। সেখানে ধীরজের স্কোর 681 পয়েন্ট। অঙ্কিতা পয়েন্ট 666। দু'জনে মিলে 1347 স্কোর করেছেন তাঁরা। মিক্সড টিম ইভেন্টেও শীর্ষে দক্ষিণ কোরিয়া। তাদের স্কোর 1380। দ্বিতীয় স্থানে রয়েছে জার্মানি, 1351 স্কোর করে ৷ তৃতীয় ও চতুর্থ স্থানে শেষ করেছে যথাক্রমে আমেরিকা ও চিন ৷ স্কোর যথাক্রমে 1349 ও 1348 ৷ এদিন যোগ্যতা অর্জন পর্বে নেমে শেষ আটের টিকিট ছিনিয়ে নেন ভারতের মেয়েরা। প্রথম তিনে শেষ করে ভারতের সঙ্গেই সরাসরি কোয়ার্টারে জায়গা করে নিয়েছে যথাক্রমে দক্ষিণ কোরিয়া, চিন এবং মেক্সিকো ৷

Last Updated : Jul 25, 2024, 9:22 PM IST

ABOUT THE AUTHOR

...view details