কলকাতা, 21 জুন: বেঙ্গল প্রো টি-20 লিগে খেলতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন টিম ইন্ডিয়ার জোরে বোলার আকাশ দীপ ৷ শিলিগুড়ি স্ট্রাইকার্সের হয়ে গত মঙ্গলবার খেলতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি ৷ কিন্তু সে অবস্থাতেও দলের সঙ্গে ছিলেন বাংলার এই পেসার ৷ তবে শরীর আরও খারাপ হওয়ায় বৃহস্পতিবার তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় ৷ রক্ত পরীক্ষার পর তাঁর ডেঙ্গি রিপোর্ট পজিটিভ আসে ৷
ভারতীয় দলের টেস্ট ক্রিকেটার আকাশ দীপ। চলতি বছর ঘরের মাঠে টেস্ট অভিষেক হল এই বঙ্গ পেসারের ৷ 23 ফেব্রুয়ারি রাঁচিতে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট অভিষেকে দুরন্ত বোলিংয়ে নজর কাড়েন আকাশ ৷ ইংল্যান্ড ইনিংসের প্রথম তিনটি উইকেটই পেয়েছিলেন তিনি ৷ বাংলার এই ডানহাতি পেসার বর্তমানে বেঙ্গল প্রো টি-20 লিগে শিলিগুড়ি স্ট্রাইকার্সের প্রতিনিধিত্ব করছেন ৷ 18 জুন মুর্শিদাবাদ কিংসের বিরুদ্ধে খেলার সময়ই অসুস্থ হয়ে পড়েন আকাশ।