মুম্বই, 11 জুলাই:2025 সালে পাকিস্তানে অনুষ্ঠিত হতে চলেছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ৷ কিন্তু পড়শি দেশে গিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে নারাজ ভারত ৷ তার বদলে ভারতের ম্যাচগুলি দুবাই বা শ্রীলঙ্কায় আয়োজন করার জন্য আইসিসি’কে আর্জি জানাতে চলেছে বিসিসিআই ৷ এমনটাই খবর বিসিসিআই সূত্রে ৷
যদিও এই প্রথম নয়, এর আগে এশিয়া কাপ খেলতেও পাকিস্তানে যায়নি ভারতীয় দল ৷ নিরাপত্তার কথা মাথায় রেখে ভারতীয় দলকে পাকিস্তানে গিয়ে খেলার অনুমতি দেয়নি কেন্দ্রীয় সরকার ৷ 2008 সালে শেষবার পাকিস্তান সফরে গিয়েছিল ভারতীয় দল ৷ তারপর থেকেই খারাপ হতে শুরু করে দু’দেশের সম্পর্ক ৷ ফলে গত 16 বছরে ইরমান-ওয়াসিমদের দেশে যায়নি ভারত ৷ যদিও পাকিস্তান এদেশ খেলতে এসেছে বেশ কয়েকবার ৷ 2023 আইসিসি ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ খেলতে ভারতে এসেছিল ‘বাবর আজম অ্যান্ড কোং’ ৷ ইডেন গার্ডেন্সেও খেলে গিয়েছে পাকিস্তান ৷