পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

হ্যাপি বার্থ-ডে দাদা, ডোনা ও সানাকে নিয়ে লন্ডনে জন্মদিন সেলিব্রেশন সৌরভের - Sourav Ganguly Birthday - SOURAV GANGULY BIRTHDAY

Happy Birthday Sourav Ganguly: একান্নটি বসন্ত পার করলেন ক্রিকেটের মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ 52তম জন্মদিনে বউ-মেয়েকে নিয়ে লন্ডনেই সময় কাটাচ্ছেন প্রাক্তন ভারত অধিনায়ক ৷ স্ত্রী ডোনা গঙ্গোপাধ্য়ায় এদিন নিজেদের একটি ছবি দিয়ে ইনস্টায় পোস্ট করে সৌরভকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ৷

Happy Birthday Sourav Ganguly
ডোনা ও সানার সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায় (ডোনা গঙ্গোপাধ্যায় এক্স)

By ETV Bharat Bangla Team

Published : Jul 8, 2024, 1:40 PM IST

লন্ডন, 8 জুলাই: ক্রিকেট ভক্তদের কাছে আজকের একটা বড় দিন ৷ আজ 8 জুলাই, যাঁর নামের আগে একাধিক বিশেষণ বসে তাঁর আজ জন্মদিন ৷ যেমন- 'প্রিন্স অফ কলকাতা', 'বেঙ্গল টাইগার', 'মহারাজ', দাদা ৷ কথা হচ্ছে সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে ৷ যাঁর আন্তর্জাতিক টেস্ট কেরিয়ারে শুরুটা ছিল রাজকীয় ৷ সেই মহারথী তথা ভক্তদের প্রিয় দাদা আজ 52 বছরে পা-দিলেন ৷

স্ত্রী ডোনা গঙ্গোপাধ্য়ায় এদিন নিজেদের একটি ছবি দিয়ে ইনস্টায় পোস্ট করে সৌরভকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ৷ লিখেছেন, 'হ্যাপি বার্থ-ডে' ৷ তাঁর এই পোস্টের পরই কমেন্ট সেকশন ভরিয়ে দিয়েছেন সৌরভের ভক্তকুল ৷ জন্মদিনে শহর তিলোত্তমায় নেই ক্রিকেট মহারাজ ৷ পাড়ি দিয়েছেন বিদেশে ৷ স্ত্রী ডোনা ও মেয়ে সানাকে নিয়ে আজকের বিশেষ দিনটা একটু অন্যরকম করে কাটাতে লন্ডনে রয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রাক্তন সভাপতি ৷ বেশ কিছুদিন ধরে সৌরভ গঙ্গোপাধ্যায় লন্ডনে রয়েছেন।

বেঙ্গল প্রো টি-20 লিগের ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন তিনি। এই প্রথম বছর সিএবি আয়োজিত বেঙ্গল প্রো টি-20 লিগ শেষ হওয়ার পর তিনি লন্ডনে যান। তাঁর মেয়ে সানা সেখানেই চাকরি করেন। ফলে অবসর সময় পেলে সৌরভ স্ত্রীকে নিয়ে চলে যান মেয়ের কাছে। কিছুদিন আগে তিনি একটি অনুষ্ঠানে গিয়েছিলেন সানার সঙ্গে। এর আগে 50তম জন্মদিন উদযাপন করেছিলেন লন্ডনে ৷ সৌরভের ছোটবেলার প্রেম ডোনা। পাশের বাড়ির সুন্দরী মেয়ের সঙ্গে প্রেম, তারপর পরিবারের থেকে লুকিয়ে রেজিস্ট্রি ম্যারেজ। পরে অবশ্য সেই সম্পর্ক মেনে নেয় দুই পরিবার। দাম্পত্য জীবনের 27 বছর পার করে ফেলেছেন তাঁরা।

মধ্যরাতে ভাইজানের সঙ্গে বার্থ-ডে সেলিব্রেশন ধোনির, স্বামীর পা-ছুঁয়ে প্রণাম সাক্ষীর

তবে লন্ডনে থাকলেও তিনি বিশ্বকাপ নিয়ে পুরো সক্রিয় ছিলেন। টিম ইন্ডিয়ার ম্যাচ যেমন দেখেছেন ৷ বার্বাডোজে 29 জুন টি-20 বিশ্বকাপ ফাইনালের আগের দিন টিম ইন্ডিয়ার পারফরম্য়ান্সেই খুশি ছিলেন তিনি ৷ জানিয়েছিলেন এবার ভারতই বিশ্বসেরা হবে ৷ এরপর ভারত বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পরই দলকে শুভেচ্ছা জানিয়েছিলেন তিনি ৷ এদিকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক নিয়ে বর্তমানে উত্তেজনা তুঙ্গে। বছর দুয়েক আগেই ঘোষণা করা হয়েছিল এই প্রোজেক্টের। তবে কাজ শুরু হয়নি। শোনা যাচ্ছে, খুব তাড়াতাড়ি পর্দায় দেখা যাবে সেই ছবি ৷

ABOUT THE AUTHOR

...view details