পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

এশিয়া সেরার যুদ্ধে আজ ভারত-পাক মহারণ - Womens Asia Cup 2024 - WOMENS ASIA CUP 2024

IndiaW vs PakistanW: দ্বীপরাষ্ট্রে শুক্রবার থেকে শুরু হচ্ছে মহিলাদের এশিয়া কাপ ৷ হরমনপ্রীত-মন্ধানারা এশিয়া কাপ খেলার জন্য প্রস্তুত। টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে ভারত বনাম পাকিস্তান ৷ ইতিমধ্যেই শ্রীলঙ্কায় পৌঁছে গিয়েছে হরমনপ্রীত বাহিনী ৷ দেখে নিন এবারের এশিয়া কাপে টিম ইন্ডিয়ার পরবর্তী সূচি ৷

Womens Asia Cup T20 2024
এশিয়া কাপে (বিসিসিআই উইমেন)

By ETV Bharat Bangla Team

Published : Jul 19, 2024, 1:46 PM IST

Updated : Jul 19, 2024, 2:19 PM IST

ডাম্বুলা, 19 জুলাই:আটটি দল নিয়ে শুক্রবার থেকে শ্রীলঙ্কায় শুরু হচ্ছে মহিলাদের এশিয়া কাপের নবমতম আসর ৷ দু'টি গ্রুপে ভাগ করা হয়েছে আটটি দলকে ৷ গ্রুপ- এ'তে রয়েছে ভারত, পাকিস্তান, নেপাল ও সংযুক্ত আরব আমিরশাহী ৷ আর অন্যগ্রুপে রয়েছে, বাংলাদেশ, থাইল্যান্ড, মালয়েশিয়া ও আয়োজক দেশ শ্রীলঙ্কা ৷ আজ সন্ধেই রাঙ্গিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে গ্রুপ-এ'র দুই ম্যাচ রয়েছে ৷ তাতে মেন ইন ব্লু'র সামনে পাকিস্তান ৷

দুই গ্রুপের প্রথম দুইয়ে থাকা দলগুলি খেলবে সেমিফাইনাল। সেমিফাইনাল দু'টি হবে 26 জুলাই ও 28 জুলাই ফাইনাল। আজ নেপাল ও সংযুক্ত আরব আমিরশাহীর পর সন্ধে সাতটায় ভারত ও পাক মহারণ ৷ এই টুর্নামেন্টে নামার আগে দক্ষিণ আফ্রিকাকে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে হোয়াইটওয়াশ করেছে ভারতের প্রমিলাবাহিনী ৷ ছিল একমাত্র টেস্ট ম্যাচ ৷ সেটাতেও জিতেছিল ভারত। টি-20 সিরিজ 1-1 ছিল, একটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়।

টি-20 বিশ্বকাপ বা যে কোনও বিশ্বকাপের মতোই প্রস্তুতি-সহ নানা বিষয়ে একই ফোকাস রাখছেন হরমনপ্রীতরা। প্রতিটি ম্যাচকেই গুরুত্ব দিয়ে নিজেদের সেরাটা মেলে ধরতে চাইছেন। আগেও এশিয়া কাপে ভারত যে পথে এগিয়ে সাফল্য পেয়েছে, সেই ধারা বজায় রাখতে বদ্ধপরিকর হরমনপ্রীতরা।

ভারতের স্কোয়াড- শেফালি বর্মা, স্মৃতি মন্ধানা, জেমিমা রদ্রিগেস, হরমনপ্রীত কৌর (অধিনায়ক), দীপ্তি শর্মা, উমা ছেত্রি (উইকেটরক্ষক), এস সাজানা, পূজা বস্ত্রকর, শ্রেয়াঙ্কা পাতিল, অরুন্ধতী রেড্ডি, রাধা যাদব, দয়ালান হেমলথা, রেণুকা ঠাকুর সিং, রিচা ঘোষ, আশা শোভনা ৷

পাকিস্তান স্কোয়াড- সিদরা আমীন, গুল ফিরোজা, তুবা হাসান, মুনিবা আলি (উইকেটরক্ষক), নিদা দার (অধিনায়ক), আলিয়া রিয়াজ, ফাতিমা সানা, ওমাইমা সোহেল, ডায়ানা বেগ, নাশরা সান্ধু, সাদিয়া ইকবাল, সৈয়দা আরুব শাহ, নাজিহা আলভি, তাসমিয়া রুবাব, ইরম জাবেদ ৷

  • 19 জুলাই (শুক্রবার): ভারত বনাম পাকিস্তান, সন্ধে 7টা, রাঙ্গিরি ডাম্বুলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, শ্রীলঙ্কা।
  • 21 জুলাই (রবিবার): ভারত বনাম সংযুক্ত আরব আমিরশাহী, দুপুর 2টো, রাঙ্গিরি ডাম্বুলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, শ্রীলঙ্কা।
  • 23 জুলাই (মঙ্গলবার): ভারত বনাম নেপাল, সন্ধে 7টা, রাঙ্গিরি ডাম্বুলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, শ্রীলঙ্কা।

নজির নয়, প্রোটিয়াদের বিরুদ্ধে এশিয়া কাপের হোমওয়ার্ক করবে টিম ইন্ডিয়া

Last Updated : Jul 19, 2024, 2:19 PM IST

ABOUT THE AUTHOR

...view details