পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

পাল্লাকেলে'তে জয় দিয়ে অভিযান শুরু সূর্য-গম্ভীরের, 43 রানে শ্রীলঙ্কাকে হারাল ভারত - India vs Sri Lanka - INDIA VS SRI LANKA

India vs Sri Lanka in 1st T20I: কোচ ও টি-20 আন্তর্জাতিক ম্যাচে নয়া দায়ভার সূর্যকুমার ও গৌতম গম্ভীরের কাঁধে ৷ পাল্লাকেলে'তে প্রথম টি-20 ম্যাচে জয় দিয়ে সফর শুরু করলেন ভারতীয় দলের নয়া কোচ গৌতম গম্ভীর। পাশাপাশি শ্রীলঙ্কা সফরে প্রথম ক্যাপ্টেন্সির দায়িত্ব কাঁধে নিয়ে দ্বীপরাষ্ট্রের দলকে বড় ব্যবধানে হারালেন ৷

India vs Sri Lanka in 1st T20I
43 রানে শ্রীলঙ্কাকে হারাল ভারত (শ্রীলঙ্কা এক্স)

By ETV Bharat Sports Team

Published : Jul 27, 2024, 11:12 PM IST

পাল্লাকেলে, 27 জুলাই:ফিকে হল শ্রীলঙ্কা অধিনায়ক পথুম নিসাঙ্কার দাপুটে ইনিংস ৷ 79 রান করেও কাজে এল না তাঁর রান ৷ শনিবার থেকে দ্বীপরাষ্ট্রে শুরু হয় ভারত-শ্রীলঙ্কার তিনটি টি-20 ও সমসংখ্য়ক ওয়ান-ডে ম্য়াচের সফর ৷ তার প্রথম টি-20 ম্যাচে জয় দিয়ে অভিযান শুরু করে সূর্যের ভারত ৷ অধিনায়ক হিসাবে তাঁর খেলাও আজ প্রশংসনীয় ৷ তাই তো ম্যাচের সেরা তিনিই ৷

ভারতের নয়া হেড স্যর গম্ভীরের মুখেও আজ চওড়া হাসি ৷ কারণ ভারতের কোচ হিসাবে প্রথম ম্যাচে তিনিও টিম ইন্ডিয়াকে জয়ের সরণিতে তুলে ধরলেন ৷ দ্রাবিড়ের হাত থেকে ব্যাটন নিয়ে আজই দৌড় শুরু করেছিলেন গম্ভীর ৷ খেলোয়াড় হিসেবে অবশ্য টিম ইন্ডিয়ার প্রাক্তন বাঁ-হাতি ওপেনারের ক্যাবিনেটে অবশ্য দু'টি বিশ্বকাপ রয়েছে ৷ 2007 টি-20 বিশ্বকাপ জয়ের পর 2011 ওয়ান-ডে বিশ্বকাপ জয়েও টিম ইন্ডিয়ার অন্যতম সদস্য ছিলেন গৌতি ৷

প্রথমে ব্যাট করে সূর্যের 58 রানে 213 রান করে ভারত। তাঁকে সঙ্গ দেন ঋষভ পন্ত ও জশস্বী জয়সওয়ালরা ৷ এদিন শুরুটা ভালো করেছিলেন যশস্বী জয়সওয়াল ও শুভমন গিল ৷ ওপেনিংয়ে 6 ওভারে 74 রান তোলে ভারত ৷ যদিও পরপর দু’বলে ফেরেন ভারতের দুই ভবিষ্যতের তারকা ৷ গিলের অবদান 34 রান, যশস্বী করেন 40 ৷

সেখান থেকে ম্যাচের হাল ধরেন অধিনায়ক সূর্যকুমার ৷ স্কাইয়ের 26 বলে 58 রানের ইনিংস সাজানো 8টি চার ও 2টি ছয়ে ৷ 33 বলে 49 রান করলেন পন্ত ৷ অর্ধ-শতরান হাতছাড়া করলেও ঋষভের ব্যাটেই দু’শো পেরোয় ভারত ৷ পরে ব্যাট করতে নেমে বিশাল রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে পারেনি শ্রীলঙ্কা। 19.2 ওভারে 170 রানে অল আউট হয়ে যায় তারা । যদিও রান তাড়া করতে নেমে দলকে দুরন্ত গতিতে এগিয়ে দিয়েছিলেন পাথুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিস ৷ ওপেনিংয়ে ওঠে 84 রান ৷ শেষ পর্যন্ত মিডল অর্ডারের ব্যর্থতায় হারতে হয় দ্বীপরাষ্ট্রকে ৷ জলে যায় নিশাঙ্কার 74 রানের জমাটি ইনিংস ৷ এই জয়ের ফলে টি-20 সিরিজে 1-0 এগিয়ে গেল ভারত।

ABOUT THE AUTHOR

...view details