মুম্বই, 1 নভেম্বর: সিরিজে শোচনীয় হার ৷ যেকোনও উপায়ে মুম্বই টেস্ট জিতে হোয়াইটওয়াশ এড়াতে তৎপর ‘রোহিত অ্যান্ড কোং’ ৷ শেষ টেস্টে টসভাগ্য সঙ্গ না-দিলেও শুরুটা দারুণ করল টিম ইন্ডিয়া ৷ আড়াইশোর আগেই নিউজিল্যান্ড ইনিংসের ইতি টানলেন ভারতীয় স্পিনাররা ৷
'সুন্দর' শুরুতে কিউয়ি ইনিংস শেষ হল জাড্ডুর ঘূর্ণিতে ৷ রবীন্দ্র জাদেজার 5 ও সুন্দর ওয়াশিংটনের 4 উইকেটে 235 রানে থেমে গেল নিউজিল্যান্ডের প্রথম ইনিংস ৷ লাঞ্চের পর আঘাত হেনেছেন রবীন্দ্র জাদেজা ৷ ভয়ংকর হতে বসা উইল ইয়ংকে ফিরিয়েছেন দেশের নির্ভরযোগ্য অল-রাউন্ডার ৷ ইয়ং আউট হন 138 বলে 71 রানের ইনিংস খেলে ৷ খাতা না-খুলেই ফিরেছেন টম ব্লান্ডেল ৷ এরপর একের পর কিউয়ি ব্যাটাররা প্যাভিলিয়নের পথে হাঁটা লাগান ৷ ভারতীয় স্পিনারদের বিরুদ্ধে দাঁড়াতেই পারল না নিয়মরক্ষার ম্যাচ খেলতে নামা ‘ব্ল্যাক ক্যাপস’ ৷
বাঁ-হাতি স্পিনার জাদেজা মাত্র 65 রান খরচ করে তুলে নেন 5টি উইকেট ৷ সেই সঙ্গে ইনিংসে 14বার পাঁচ বা তার বেশি উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেন জাড্ডু ৷ একই সঙ্গে টেস্ট ক্রিকেটে উইকেট শিকারের নিরিখে ইশান্ত শর্মাকে টপকে ভারতীয়দের মধ্যে পাঁচ নম্বরে উঠে এলেন জাদেজা ৷ 81 রান দিয়ে সুন্দর তুলে নেন 4 উইকেট ৷ দুই স্পিনারের ঘূর্ণির সামনে লড়াই মাথা তুলতে দাঁড়াতে পারেননি কিউয়ি ব্যাটাররা ৷ 65.4 ওভারেই গুটিয়ে যায় নিউজিল্যান্ডের প্রথম ইনিংস ৷ কিউয়ি ইনিংসে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর ড্যারেল মিচেলের 81 ৷ মাত্র চার কিউয়ি ব্যাটার দু'অঙ্কের রানে পৌঁছতে সক্ষম হন ৷