পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

টেস্টে 300 উইকেট, কপিল-অশ্বিনকে টপকে বিরল নজির 'স্যর' জাদেজার - INDIA VS BANGLADESH TEST - INDIA VS BANGLADESH TEST

JADEJA SCRIPTS HISTORY: কানপুর টেস্টে বিরল নজির রবীন্দ্র জাদেজার ৷ সপ্তম ভারতীয় হিসেবে 300টি টেস্ট উইকেট নেওয়ার সঙ্গে গড়লেন এমন নজির, যাতে তিনি টপকে গেলেন রবিচন্দ্রন অশ্বিন ও কপিল দেবকে ৷ কী সেই নজির?

JADEJA SCRIPTS HISTORY
রবীন্দ্র জাদেজা (AP Photo)

By ETV Bharat Sports Team

Published : Sep 30, 2024, 3:18 PM IST

কানপুর, 30 সেপ্টেম্বর: টানা দু'দিন বৃষ্টির জেরে পণ্ড হওয়ার পর ঝলমলে গ্রিন পার্কে নির্দিষ্ট সময়েই শুরু হল ভারত-বাংলাদেশ চতুর্থদিনের খেলা ৷ প্রথম ইনিংসে 233 রানে গুটিয়ে গেল বাংলাদেশের ইনিংস ৷ খালিদ আহমেদকে ফিরিয়ে দিনের দ্বিতীয় সেশনে সফরকারী দলের প্রথম ইনিংসে যবনিকা টানেন রবীন্দ্র জাদেজা ৷ সেইসঙ্গে রেকর্ডবুকে নাম তুলে নেন বাঁ-হাতি অলরাউন্ডার ৷ লাল বলের ক্রিকেটে 3000 রান ও 300 উইকেট নেওয়া তৃতীয় ভারতীয় হলেন জাদেজা ৷ তবে দ্রুততম ভারতীয় হিসেবে এই নজির গড়ার পথে কপিল দেব এবং রবিচন্দ্রন অশ্বিনকে টপকে গেলেন সৌরাষ্ট্র ক্রিকেটার ৷

73 টেস্ট ম্যাচে এই নজিরে নাম লেখালেন জাদেজা ৷ ভারতীয় হিসেবে দ্রুততম হলেও সামগ্রিকভাবে তালিকার দ্বিতীয়স্থানে রয়েছেন ভারতীয় ক্রিকেটার ৷ 72 ম্যাচে এই নজির গড়ে তালিকার শীর্ষে প্রাক্তন ইংরেজ কিংনদন্তি ইয়ান বথাম ৷ লাল বলের ক্রিকেটে এই নজিরে নাম লেখানো বিশ্বের বাকি ক্রিকেটাররা হলেন- শেন ওয়ার্ন, ইমরান খান, স্টুয়ার্ট ব্রড, রিচার্ড হ্যাডলি, ড্যানিয়েল ভেট্টোরি, শন পোলক এবং চামিন্ডা ভাস ৷

শুধু বোলিং রেকর্ডের দিকে যদি তাকানো যায় তবে সপ্তম ভারতীয় বোলার হিসেবে টেস্ট ক্রিকেটা 300 উইকেট নিলেন জাদেজা ৷ দ্বিতীয় দ্রুততম ভারতীয় হিসেবে এই নজির ছুঁলেন ইউটিলিটি অলরাউন্ডার ৷ টেস্টে জাদেজা 300 উইকেট নিলেন 17,428 বার হাত ঘুরিয়ে ৷ অশ্বিন এই নজির গড়েছিলেন 15,636 বলে ৷ সবমিলিয়ে কানপুর টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের একটিমাত্র উইকেট নিয়ে একাধিক রেকর্ডে নাম লেখালেন 'স্যর জাড্ডু' ৷

মোমিনূল হকের অপরাজিত শতরানে (107 রান) ভর করে এদিন প্রথম ইনিংসে 233 রান তোলে বাংলাদেশ ৷ দ্বিতীয় বাংলাদেশ ব্য়াটার হিসেবে এদিন ভারতের মাটিতে শতরানের নজির গড়েন মোমিনূল ৷ ভারতের হয়ে সর্বাধিক 3 উইকেট জসপ্রীত বুমরার ৷ 2টি করে উইকেট নেন মহম্মদ সিরাজ, রবিচন্দ্রন অশ্বিন এবং আকাশদীপ ৷

ABOUT THE AUTHOR

...view details