পারথ, 22 নভেম্বর: শেষ দু'বার অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জিতেছে ভারত ৷ এবার টিম ইন্ডিয়ার সামনে হ্যাটট্রিকের সুযোগ ৷ শেষ পাঁচটি টেস্টে দুই দলই 2টি করে টেস্ট জিতে শুক্রবার পারথের অপটাস স্টেডিয়ামে লড়াইয়ে নামল ৷ টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ভারতের ৷
ব্যক্তিগত কারণে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট নেই ভারত অধিনায়ক রোহিত শর্মা ৷ পরিবর্তে পারথে সিরিজের প্রথম টেস্টে ভারতকে নেতৃত্ব দিচ্ছেন জসপ্রীত বুমরা ৷ রোহিত না-থাকায় ভারতীয় ব্যাটিংয়ের গুরু দায়িত্ব বিরাট কোহলির কাঁধে ৷ রোহিত ছাড়াও আঙুলের চোটের কারণে এই টেস্টে নেই শুভমন গিল ৷ ফলে যশস্বী জসওয়ালের সঙ্গে ভারতীয় ইনিংস শুরু করেন লোকেশ রাহুল ৷
ভারতীয় দলের টেস্ট জার্সিতে এদিন অভিষেক হল নীতীশ রেড্ডি ও হর্ষিত রানার ৷ 21 বছর বসয়ি নীতীশ আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেছেন ৷ এর আগে দেশের জার্সিতে 3টি টি-20 ম্যাচ খেলেছেন এই ব্যাটর অল-রাউন্ডার ৷ আর 22 বছরের হর্ষিত প্রথমশ্রেণির ক্রিকেটে দিল্লির হয়ে খেললেও আইপিএলে কেকেআর-এর হয়ে পারফর্ম করে লাইমলাইটে আসেন ৷ দেশের হয়ে এদিনই প্রথম মাঠে নামছেন দিল্লির এই ফাস্ট বোলার ৷ গত এক দশকে প্রথমবার ভারতের জোড়া স্পিন অস্ত্র রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা একসঙ্গে বাদ পড়লেন । একমাত্র অফ স্পিন অলরাউন্ডার হিসেবে দলে রয়েছেন ওয়াশিংটন সুন্দর। অস্ট্রেলিয়ার হয়ে এদিন অভিযেক হল টপ-অর্ডার ব্যাটার নাথান ম্যাকসুইনির ৷