পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

শুক্রে টি-20 বিশ্বকাপ অভিযান শুরু ভারতের, কোথায়-কখন দেখবেন ম্যাচ ? - WOMENS T20 WORLD CUP 2024 - WOMENS T20 WORLD CUP 2024

IND W vs NZ W: বিশ্বকাপ বৃহস্পতিবার শুরু হয়ে গেলেও ভারত প্রথম ম্যাচে নামছে আগামিকাল ৷ কোথায় এবং কখন দেখবেন ম্যাচ, কোন অ্যাপেই বা দেখবেন লাইভ স্ট্রিমিং? জেনে নিন ৷

INDIAN SUPPORTERS
ভারতীয় অনুরাগীদের উচ্ছ্বাস (IANS Photo)

By ETV Bharat Sports Team

Published : Oct 3, 2024, 4:45 PM IST

হায়দরাবাদ, 3 অক্টোবর:মহিলাদের টি-20 বিশ্বকাপে শুক্রবার অভিযান শুরু করছে ভারত ৷ প্রতিপক্ষ নিউজিল্য়ান্ড ৷ এখনও পর্যন্ত একবারও সংক্ষিপ্ত ফরম্য়াটে ট্রফি জিততে না-পারা ভারতের মেয়েরা প্রথম ট্রফিজয়ের অভিযান শুরু করছে হরমনপ্রীত কৌরের নেতৃত্বে ৷ কয়েকমাস আগে ক্যারিবিয়ান মুলুকে রোহিত শর্মা নেতৃত্বাধীন পুরুষ দলের টি-20 বিশ্বকাপ জয়ের স্মৃতি এখনও তাজা ৷ তার পুনরাবৃত্তি কি সংযুক্ত আরব আমিরশাহীর মাটিতে ঘটাতে পারবেন মেয়েরা? অপেক্ষায় অনুরাগীরা ৷

টি-20 বিশ্বকাপে ভারতের সেরা পারফরম্য়ান্স: মেয়েদের কুড়ি-বিশের বিশ্বকাপে ট্রফিজয়ের সবচেয়ে কাছে ভারত পৌঁছেছিল 2020 সালে ৷ সেবার ফাইনালে উঠে অস্ট্রেলিয়ার কাছে হারতে হয় হরমনপ্রীত ব্রিগেডকে ৷ 185 রান তাড়া করতে নেমে মাত্র 99 রানে গুটিয়ে যায় 'উইমেন ইন ব্লু' ৷ এছাড়া 2018 এবং গতবছর টুর্নামেন্টের শেষ চারে পৌঁছেছিল দেশের মেয়েরা ৷

কোথায় অনুষ্ঠিত হবে ভারতের ম্যাচ: নিউজিল্যান্ডের বিরুদ্ধে শুক্রবার টি-20 বিশ্বকাপের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে দুবাইয়ে ৷ আমিরশাহীর রাজধানী শহরের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রতিযোগিতার প্রথম ম্যাচ খেলবেন স্মৃতি মন্ধনা-জেমিমা রড্রিগেজরা ৷

কখন শুরু হবে ম্য়াচ: আগামিকাল অর্থাৎ, শুক্রবার ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচ শুরু সন্ধে 7টা 30 মিনিটে ৷ টস হবে সন্ধে 7টায় ৷

ভারতের গ্রুপে আর কারা: বিশ্বকাপে পুল এ'তে রয়েছে হরমনপ্রীত কৌরের ভারত ৷ সেখানে ভারত ছাড়াও রয়েছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান এবং শ্রীলঙ্কা ৷

কোথায় দেখা যাবে ম্যাচ: ভারতে বিশ্বকাপের ম্যাচের টেলিভিশন সম্প্রচার দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে ৷ অন্যদিকে ম্য়াচের লাইভ স্ট্রিমিং দেখা যাবে ডিজনি+হটস্টার অ্যাপে ৷

একনজরে ভারতীয় স্কোয়াড: হরমনপ্রীত (অধিনায়ক), স্মৃতি, শেফালি, দীপ্তি, জেমিমা, রিচা, যস্তিকা, পূজা, অরুন্ধতী, রেণুকা, দয়ালান, আশা, রাধা, শ্রেয়াঙ্কা, সাজানা ৷

ABOUT THE AUTHOR

...view details