হায়দরাবাদ, 3 অক্টোবর:মহিলাদের টি-20 বিশ্বকাপে শুক্রবার অভিযান শুরু করছে ভারত ৷ প্রতিপক্ষ নিউজিল্য়ান্ড ৷ এখনও পর্যন্ত একবারও সংক্ষিপ্ত ফরম্য়াটে ট্রফি জিততে না-পারা ভারতের মেয়েরা প্রথম ট্রফিজয়ের অভিযান শুরু করছে হরমনপ্রীত কৌরের নেতৃত্বে ৷ কয়েকমাস আগে ক্যারিবিয়ান মুলুকে রোহিত শর্মা নেতৃত্বাধীন পুরুষ দলের টি-20 বিশ্বকাপ জয়ের স্মৃতি এখনও তাজা ৷ তার পুনরাবৃত্তি কি সংযুক্ত আরব আমিরশাহীর মাটিতে ঘটাতে পারবেন মেয়েরা? অপেক্ষায় অনুরাগীরা ৷
টি-20 বিশ্বকাপে ভারতের সেরা পারফরম্য়ান্স: মেয়েদের কুড়ি-বিশের বিশ্বকাপে ট্রফিজয়ের সবচেয়ে কাছে ভারত পৌঁছেছিল 2020 সালে ৷ সেবার ফাইনালে উঠে অস্ট্রেলিয়ার কাছে হারতে হয় হরমনপ্রীত ব্রিগেডকে ৷ 185 রান তাড়া করতে নেমে মাত্র 99 রানে গুটিয়ে যায় 'উইমেন ইন ব্লু' ৷ এছাড়া 2018 এবং গতবছর টুর্নামেন্টের শেষ চারে পৌঁছেছিল দেশের মেয়েরা ৷
কোথায় অনুষ্ঠিত হবে ভারতের ম্যাচ: নিউজিল্যান্ডের বিরুদ্ধে শুক্রবার টি-20 বিশ্বকাপের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে দুবাইয়ে ৷ আমিরশাহীর রাজধানী শহরের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রতিযোগিতার প্রথম ম্যাচ খেলবেন স্মৃতি মন্ধনা-জেমিমা রড্রিগেজরা ৷