হায়দরাবাদ, 10 সেপ্টেম্বর: ভারতীয় দলের কোচ হিসেবে প্রথম অ্যাসাইনমেন্টে ডাহা ফেল মানোলো মার্কুয়েজ ৷ সোমবার সিরিয়ার কাছে 0-3 বিধ্বস্ত হয়ে ঘরের মাঠে আন্তর্মহাদেশীয় কাপে তিনটি দলের মধ্যে তৃতীয়স্থানে শেষ করেছে ভারত ৷ যদিও সিরিয়ার বিরুদ্ধে এদিন ম্যাচ শেষে ছাংতে-শুভাশিসদের নয়া হেড কোচ গত ম্যাচের তুলনায় দলের খেলায় উন্নতি হয়েছে বলে জানালেন ৷ একইসঙ্গে সাফাই গেয়ে বললেন, "দল এখনও তৈরি নয় ৷"
সিরিয়ার বিরুদ্ধে হারের পর ভারতের স্প্যানিশ কোচ বলেন, "সব দিক থেকেই ম্য়াচটা আমাদের জন্য কঠিন ছিল ৷ শারীরিক ভাবে দল এখনও তৈরি নয় ৷ দলের সকল ফুটবলাররা প্রি-সিজনের মধ্যে রয়েছে ৷ শারীরিকভাবে এবং টেকনিক্যালি সিরিয়া নিঃসন্দেহে এগিয়ে ছিল ৷ তবে মরিশাস ম্যাচের তুলনায় এদিন দ্বিতীয়ার্ধে ঠিকঠাক ফুটবল খেলেছে দল ৷ আমরা একটা গোলও পেয়ে যেতে পারতাম ৷ 3-0 স্কোরটা খেলার নিরিখে সঠিক প্রতিচ্ছবি নয় ৷"
0-1 পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধে সিরিয়ার বিরুদ্ধে গোলশোধে মরিয়া উঠেছিল ভারত, একথা সঠিক ৷ কিন্তু কাজের কাজ হয়নি ৷ উলটে প্রতি-আক্রমণে আরও দু'গোল তুলে নেয় সিরিয়া ৷ এব্য়াপারে মার্কুয়েজ বলেন, "আমরা জানতাম প্রতি-আক্রমণে শক্তিশালী ওরা ৷ তবু বিরতিতে 0-1 ব্যবধানে পিছিয়ে থাকায় ঝুঁকি নিতে হয়েছিল ৷ ওরা যেভাবে শেষ 15 মিনিটে ম্য়াচটা নিজেদের দিকে নিয়ে গেল, আমরাও তেমনটা পারতাম ৷ তবু বলব দ্বিতীয়ার্ধে নিজেদের ঠিকঠাক ভাবে মেলে ধরেছে ছেলেরা ৷ আমাদের কাছে বেশ কিছু সহজ সুযোগ এসেছিল ম্য়াচে সমতা ফেরানোর জন্য ৷"
ভারতের কোচ হিসেবে মার্কুয়েজের পরবর্তী অ্যাসাইনমেন্ট সামনের মাসে ভিয়েতনামে ত্রিদেশীয় টুর্নামেন্ট ৷ সেখানে ভিয়েতনাম ছাড়াও ব়্যাংকিংয়ে উপরে থাকা লেবাননের বিরুদ্ধেও খেলতে হবে ভারতকে ৷ তার আগে আপাতত আইএসএলের বৃত্তে ভারতীয় ফুটবল ও এফসি গোয়া কোচ মানোলো মার্কুয়েজ ৷ আগামী 13 সেপ্টেম্বর থেকে শুরু দেশের টপ টিয়ার লিগ ৷