পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

বর্ডার-গাভাসকর ট্রফির শুরুতে রোহিতকে নাও পেতে পারে ভারত - BORDER GAVASKAR TROPHY

বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম ম্য়াচে নাও খেলতে পারেন ৷ নির্বাচক কমিটির প্রধানকে এই মর্মে আবেদন করলেন রোহিত শর্মা ৷ কিন্তু কেন খেলবেন না রোহিত?

ROHIT SHARMA
রোহিত শর্মা (IANS Photo)

By ETV Bharat Sports Team

Published : Oct 11, 2024, 3:36 PM IST

মুম্বই, 11 অক্টোবর:নভেম্বরে অজিভূমে বর্ডার-গাভাসকর ট্রফিতে অভিযান শুরু করবে ভারতীয় দল ৷ কিন্তু 22-26 নভেম্বর পারথে প্রথম টেস্টে অধিনায়ক রোহিত শর্মাকে সম্ভবত পাচ্ছে না টিম ইন্ডিয়া ৷ ব্যক্তিগত কারণ দেখিয়ে নির্বাচক কমিটির প্রধানের কাছে বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম ম্য়াচ থেকে নিজেকে সরিয়ে নেওয়ার আবেদন 'হিটম্যান' ইতিমধ্যেই করেছেন বলে সূত্রের খবর ৷ যদিও বোর্ডের তরফে সরকারিভাবে কিছু ঘোষণা হয়নি এখনও ৷

বোর্ডের এক সূত্র এ ব্য়াপারে সংবাদসংস্থা পিটিআই'কে জানিয়েছে, "সিরিজ শুরুর আগে সমস্যার যদি সমাধান হয়ে যায় তবে পাঁচটি টেস্টেই খেলবেন রোহিত ৷ আগামিদিনে কী হয় আমরা জানাব ৷" রোহিত নিতান্তই যদি খেলতে না-পারেন তা হাইভোল্টেজ সিরিজের শুরুতে ভারতের জন্য যে ধাক্কা, তা আর বলার অপেক্ষা রাখে না ৷ পরিবর্তে অপটাস স্টেডিয়ামে বর্ডার-গাভাসকর ট্রফির শুরুতে ভারতের অধিনায়কত্ব কে করবেন? অনুরাগীদের নজর থাকবে সেদিকেও ৷

জুনে টি-20 বিশ্বকাপ জয়ের পর ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট থেকে সরে দাঁড়িয়েছেন 'হিটম্য়ান' ৷ সম্প্রতি ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ দিয়ে বাইশ গজে প্রত্য়াবর্তন হয়েছে মুম্বইকরের ৷ তাঁর অধিনায়কত্বে বাংলাদেশকে হোয়াইট-ওয়াশ করে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় শীর্ষে অবস্থান মজবুত করেছে ভারতীয় দল ৷ তাঁর নেতৃত্বে টানা তৃতীয়বারের জন্য ডব্লিউটিসি ফাইনালে পৌছনোর লক্ষ্যে ভারতীয় দল ৷ 2021 এবং 2023 সালে প্রথম দু'টি সংস্করণের ফাইনালে প্রবেশ করেও ট্রফি হাতছাড়া হয়েছিল ভারতের ৷

আর তৃতীয়বার ফাইনালে প্রবেশের লক্ষ্যে ক্যাঙারুর দেশে পাঁচ ম্যাচের সিরিজ অ্য়াসিড টেস্ট হতে চলেছে ভারতের জন্য ৷ 6 ডিসেম্বর থেকে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে অ্য়াডিলেডে ৷ যা গোলাপি বল টেস্ট ৷ এরপর যথাক্রমে ব্রিসবেন, মেলবোর্ন এবং সিডনিতে সিরিজের বাকি ম্যাচগুলি খেলবে টিম ইন্ডিয়া ৷ তার আগে অবশ্য নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে রোহিতব্রিগেড ৷

ABOUT THE AUTHOR

...view details