পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ছেলেদের হারের বদলা নিয়ে মেয়েদের অনূর্ধ্ব-19 এশিয়া সেরা ভারত - WOMENS U19 ASIA CUP

অনূর্ধ্ব-19 মহিলা এশিয়া কাপের প্রথম সংস্করণেই ভারতের জয়জয়কার ৷ পড়শি দেশকে হারিয়ে শিরোপা জিতল দেশের মেয়েরা ৷

WOMENS U19 ASIA CUP
গতবছর অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জয়ের পর ভারতের মেয়েরা (GETTY)

By ETV Bharat Sports Team

Published : Dec 22, 2024, 7:04 PM IST

Updated : Dec 22, 2024, 7:12 PM IST

কুয়ালা লামপুর, 22 ডিসেম্বর: ছেলেদের হারের 14 দিনের মাথায় বাংলাদেশকে হারিয়ে বদলা ভারতের মেয়েদের ৷ 41 রানে পড়শি দেশকে হারিয়ে রবিবার মেয়েদের অনূর্ধ্ব-19 এশিয়া কাপের পয়লা সংস্করণে সেরার শিরোপা উঠল ভারতের মেয়েদের মাথায় ৷ প্রথমে ব্য়াট করে ভারতের ছুড়ে দেওয়া 118 রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে গিয়ে মাত্র 76 রানে শেষ বাংলাদেশ ৷ ফাইনালে অর্ধশতরান করে ভারতের জয়ের নায়ক গঙ্গোদি তৃষা ৷

মালয়েশিয়ার রাজধানী কুয়ালা লামপুরে এদিন টস জিতে ভারতকে প্রথমে ব্য়াটিংয়ে আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়িকা সুমাইয়া আখতার ৷ ওপেনার গঙ্গোদি তৃষার 47 বলে 52 রান ছাড়া বড় রান আসেনি কোনও ব্যাটারের থেকে ৷ তৃষার ব্যাটেই জয়ে ভিত গড়ে ভারতীয় দল ৷ ভারতীয় ওপেনার মারেন 5টি চার, 2টি ছক্কা ৷ 12 বলে 17 রান আসে মিথিলা বিনোদের ব্য়াটে ৷ 20 ওভারে 7 উইকেটে 117 রান তোলে ভারত ৷ বাংলাদেশের হয়ে ফরজানা ইয়াসমিন নেন 4টি উইকেট ৷

জবাবে ব্য়াট করতে নেমে বাংলাদেশের কোনও পার্টনারশিপই থিতু হতে দেননি ভারতীয় বোলাররা ৷ আয়ুষী শুক্লা, পারুনিকা সিসোদিয়াদের সামনে কেবল দুই বাংলাদেশ ব্যাটারই দু'অঙ্কের রান করতে সমর্থ হন ৷ ওপেনার ফাহোমিদা চোয়া করেন 18 ৷ জুয়াইরিয়া ফেরদৌসের ব্য়াট থেকে আসে 22 রান ৷ কিন্তু তা কখনোই চ্য়াম্পিয়ন হওয়ার পক্ষে যথেষ্ট ছিল না ৷ ফল যা হওয়ার তাই হয় ৷

18.3 ওভারে মাত্র 76 রানে গুটিয়ে যায় বাংলাদেশ ৷ শুক্লা নেন 3 উইকেট, সিসোদিয়ার ঝুলিতে যায় দু'টি ৷ এছাড়া সোনম যাদবও দু'টি উইকেট নেন ৷ 41 রানে জিতে টুর্নামেন্টের প্রথম সংস্করণ নিজেদের নামে করে নেয় ভারতীয় দল ৷ উল্লেখ্য, গত 8 ডিসেম্বর ছেলেদের অনূর্ধ্ব-19 এশিয়া কাপে বাংলাদেশের কাছে হেরেই খেতাব হাতছাড়া হয় ভারতের ৷ 50 ওভারে 199 রান তাড়া করতে নেমে মাত্র 35.2 ওভারে 139 রানে গুটিয়ে যায় ভারতীয় দল ৷

আরও পড়ুন:

Last Updated : Dec 22, 2024, 7:12 PM IST

ABOUT THE AUTHOR

...view details