হারারে, 13 জুলাই:'রাজা'র ডেরায় রাজা ভারত ৷ বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর ফের টি-20 সিরিজে জয় পেল ভারত ৷ শনিবারের ম্যাচে ভারতের জয়ের কারিগর যশস্বী জয়সওয়াল ৷ প্রথম ম্যাচে জিম্বাবোয়ের কাছে ভারতের হার দেখে ক্রিকেটপ্রেমীরা মনে করেছিলেন বিরাট-রোহিত-জাদেজার পর এখনও হয়তো ক্রিকেটের আগামী প্রজন্ম তৈরি হয়নি ৷ তবে, চতুর্থ ম্যাচ দশ উইকেটে জিতে জিম্বাবোয়েকে তাদের ঘরের মাঠে গিয়ে টি-20 সিরিজে পর্যুদস্ত করল টিম ইন্ডিয়া ৷
শনিবার হারারেতে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক শুভমন গিল ৷ 20 ওভারে 7 উইকেট হারিয়ে প্রথমে ব্যাট করে জিম্বাবোয়ে মাত্র 152 রান করে ৷ সেই রান তাড়া করতে নেমে 28 বল বাকি থাকতে 10 উইকেটে জয় ছিনিয়ে নেন শুভমন ও যশস্বী ৷ জিম্বাবোয়ের ওপেনাররা শুরুটা ভালো করলেও পরে মিডল অর্ডারের ব্যর্থতা চোখে পড়ে ৷ একমাত্র অধিনায়ক 46 রান করেন ৷ বাকি কোনও ব্যাটারই 32 রানের গণ্ডি টপকাতে পারেননি ৷ তবে দারুণ পারফরম্যান্স করেন ভারতীয় বোলাররা।