সেঞ্চুরিয়ন, 14 নভেম্বর: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম দু'টি ম্য়াচে ব্য়াট করেছিলেন চার নম্বরে ৷ খুব একটা সফল হননি ৷ গেবেরহায় দ্বিতীয় ম্যাচের পর অধিনায়ক সূর্যকুমার যাদবের কাছে গিয়ে আবদার করেছিলেন তিলক বর্মা ৷ জানিয়েছিলেন, তাঁকে তিনে পাঠানো হোক ৷ তিলকের সেই আবদার ফেলতে পারেননি 'স্কাই' ৷ নিজের ব্য়াটিং-অর্ডার পিছিয়ে সেঞ্চুরিয়নে ল্যাঙ্কি ব্যাটারকে তিনেই ব্য়াট করতে পাঠান ভারত অধিনায়ক ৷ আর শতরানে সূর্যর আস্থার মর্যাদা রাখলেন তিলক ৷ হায়দরাবাদ ব্যাটারের শতরানেই বুধবার থ্রিলার জয়ে সিরিজে 2-1 ব্যবধানে এগিয়ে গেল বিশ্বচ্যাম্পিয়নরা ৷
মার্কো জানসেনের একক লড়াই ব্যর্থ করে সেঞ্চুরিয়নে তৃতীয় ম্যাচে ভারত জিতল 11 রানে ৷ শেষ ওভারে জয়ের জন্য প্রোটিয়াদের প্রয়োজন ছিল 25 রান ৷ দ্বিতীয় বলে আর্শদীপকে ছক্কা হাঁকিয়ে সমীকরণটা চার বলে আঠারোয় নামিয়ে আনেন জানসেন ৷ পরের বলে এলবিডব্লিউ'র জোরালো আবেদন আম্পায়ার নাকচ করলে ডিআরএসে বাজিমাত করে যান আর্শ ৷ ওখানেই ভারতের জয় নিশ্চিত হয়ে যায় ৷ ডাগআউটে ফেরার আগে 4টি চার ও 5 ছক্কায় 17 বলে 54 রানের বিস্ফোরক ইনিংস খেলে যান জানসেন ৷