কলকাতা, 16 জানুয়ারি:টিকিট বিক্রি শুরুর সঙ্গে সঙ্গেই ঢাকে কাঠি পড়ে গিয়েছে ভারত-ইংল্যান্ড প্রথম টি-20 ম্যাচের ৷ কলকাতায় সেই ম্য়াচে টিকিটের চাহিদাও বিপুল ৷ টিকিট বিক্রি ঘিরে বিপুল সাড়ার মধ্যেই নির্ধারিত হয়ে গিয়েছে ক্রিকেটারদের শহরে আসার দিনক্ষণ ৷ বুধবারের ম্য়াচের জন্য শনিবার শহরে পৌঁছে যাচ্ছেন দু'দলের ক্রিকেটাররাই ৷ সিএবি'র যুগ্ম সচিব নরেশ ওঝা তেমনটাই জানিয়েছেন ৷
22 জানুয়ারি ইডেন গার্ডেন্সে ভারত বনাম ইংল্যান্ড প্রথম টি-20 ম্যাচের টিকিটের চাহিদা বাড়তে শুরু করেছে। সেই চাহিদা আরও বাড়িয়ে শনিবার সন্ধের মধ্যে কলকাতায় পৌঁছে যাবেন সূর্যকুমার যাদব, জস বাটলাররা। এরপর রবি, সোম ও মঙ্গলে ইডেনে প্রস্তুতি সারবে ভারত এবং ইংল্যান্ড দু'দলই। বিরাট কোহলি, রোহিত শর্মারা নেই। কুড়ি-বিশের বিশ্বকাপ জয়ের পর সংক্ষিপ্ত ফরম্যাট থেকে সরে দাঁড়িয়েছেন তাঁরা। পাশাপাশি টিম ইন্ডিয়ার সাম্প্রতিক পারফরম্যান্সও ভালো নয়। কিন্তু তাতে কী? কেকেআরে দীর্ঘদিন খেলার সুবাদ ঘরের ছেলে হয়ে যাওয়া রিঙ্কু সিংয়ের ক্রিকেট দেখতে নন্দনকাননে আবেগেের কমতি হবে না, সেটাই তো স্বাভাবিক।