ETV Bharat / sports

গড় 752, অধিনায়ক হিসেবে বিজয় হাজারেতে সর্বকালীন রেকর্ড নায়ারের ব্যাটে - KARUN NAIR

মহারাষ্ট্রের বিরুদ্ধে সেমিতে 88 রানের ঝোড়ো ইনিংস খেললেন বিদর্ভ ক্রিকেটার করুণ নায়ার ৷ সেইসঙ্গে রুতুরাজ গায়কোয়াড়ের নজির ভেঙে দিলেন তিনি ৷

KARUN NAIR
করুণ নায়ার (GETTY)
author img

By ETV Bharat Sports Team

Published : Jan 16, 2025, 8:08 PM IST

ভদোদরা, 16 জানুয়ারি: করুণ নায়ারের স্বপ্নের ফর্ম অব্যাহত ৷ বিজয় হাজারে ট্রফির একটি সংস্করণে সর্বাধিক শতরানের নিরিখে আগেই ছুঁয়ে ফেলেছিলেন সর্বকালীন রেকর্ড ৷ এবার অধিনায়ক হিসেবে টুর্নামেন্টের একটি সংস্করণে সর্বাধিক রানের নজির গড়ে ফেললেন করুণ নায়ার ৷ সবচেয়ে চমকপ্রদ হল এই মুহূর্তে 752 গড়ে ব্যাটিং করছেন তিনি।

মহারাষ্ট্রের বিরুদ্ধে বৃহস্পতিবার সেমিফাইনালে 88 রানের ঝোড়ো ইনিংস খেললেন বিদর্ভ ক্রিকেটার ৷ শতরানের নিরিখে এন জগদীশনকে এদিন টপকাতে না-পারলেও রুতুরাজ গায়কোয়াড়ের নজির ভেঙে দিলেন তিনি ৷ 2022-23 মরশুমে পাঁচ ইনিংস খেলে 660 রান করেছিলেন মহারাষ্ট্রের অধিনায়ক রুতুরাজ ৷ এদিন সেই রেকর্ড ভেঙে দিলেন নায়ার ৷ প্রথম অধিনায়ক হিসেবে বিজয় হাজারে ট্রফির এক মরশুমে 700 কিংবা তাঁর বেশি রান করে ফেললেন তিনি ৷ এদিনের পর তাঁর সংগৃহিত রানসংখ্যা 752 ৷ গড়ও একই ৷ চলতি টুর্নামেন্টে সাতটি ইনিংসে তাঁর সংগৃহিত রান যথাক্রমে 112*, 44, 163*, 111*, 112, 122* ও 88* ৷

এদিন দ্বিতীয় সেমিফাইনালে মহারাষ্ট্রের বিরুদ্ধে তিন নম্বরে ব্য়াট করতে নামেন নায়ার ৷ ন'টি চার এবং পাঁচটি ছয়ে 44 বলে 88 রান আসে তাঁর ব্য়াটে ৷ এছাড়া দুই ওপেনার ধ্রুব শোরে এবং যশ রাঠোরের জোড়া শতরানে স্কোরবোর্ডে 50 ওভারে তিন উইকেট হারিয়ে 380 রানের বিশাল স্কোর খাড়া করে বিদর্ভ ৷ 51 রান আসে জীতেশ শর্মার ব্য়াটে ৷

বিদর্ভ ফাইনালের যোগ্যতা অর্জন করলে আরও একাধিক নজির অপেক্ষা করছে নায়ারের জন্য ৷ ফাইনালে এন জগদীশনের নজির ভেঙে বিজয় হাজারের একটি সংস্করণে সর্বাধিক রানের নজিরের হাতছানি নায়ারের সামনে ৷ তাছাড়া শতরান করলে একটি মরশুমে সর্বাধিক শতরানের নিরিখেও জগদীশনের নজির ভেঙে দেবেন নায়ার ৷

আরও পড়ুন:

ভদোদরা, 16 জানুয়ারি: করুণ নায়ারের স্বপ্নের ফর্ম অব্যাহত ৷ বিজয় হাজারে ট্রফির একটি সংস্করণে সর্বাধিক শতরানের নিরিখে আগেই ছুঁয়ে ফেলেছিলেন সর্বকালীন রেকর্ড ৷ এবার অধিনায়ক হিসেবে টুর্নামেন্টের একটি সংস্করণে সর্বাধিক রানের নজির গড়ে ফেললেন করুণ নায়ার ৷ সবচেয়ে চমকপ্রদ হল এই মুহূর্তে 752 গড়ে ব্যাটিং করছেন তিনি।

মহারাষ্ট্রের বিরুদ্ধে বৃহস্পতিবার সেমিফাইনালে 88 রানের ঝোড়ো ইনিংস খেললেন বিদর্ভ ক্রিকেটার ৷ শতরানের নিরিখে এন জগদীশনকে এদিন টপকাতে না-পারলেও রুতুরাজ গায়কোয়াড়ের নজির ভেঙে দিলেন তিনি ৷ 2022-23 মরশুমে পাঁচ ইনিংস খেলে 660 রান করেছিলেন মহারাষ্ট্রের অধিনায়ক রুতুরাজ ৷ এদিন সেই রেকর্ড ভেঙে দিলেন নায়ার ৷ প্রথম অধিনায়ক হিসেবে বিজয় হাজারে ট্রফির এক মরশুমে 700 কিংবা তাঁর বেশি রান করে ফেললেন তিনি ৷ এদিনের পর তাঁর সংগৃহিত রানসংখ্যা 752 ৷ গড়ও একই ৷ চলতি টুর্নামেন্টে সাতটি ইনিংসে তাঁর সংগৃহিত রান যথাক্রমে 112*, 44, 163*, 111*, 112, 122* ও 88* ৷

এদিন দ্বিতীয় সেমিফাইনালে মহারাষ্ট্রের বিরুদ্ধে তিন নম্বরে ব্য়াট করতে নামেন নায়ার ৷ ন'টি চার এবং পাঁচটি ছয়ে 44 বলে 88 রান আসে তাঁর ব্য়াটে ৷ এছাড়া দুই ওপেনার ধ্রুব শোরে এবং যশ রাঠোরের জোড়া শতরানে স্কোরবোর্ডে 50 ওভারে তিন উইকেট হারিয়ে 380 রানের বিশাল স্কোর খাড়া করে বিদর্ভ ৷ 51 রান আসে জীতেশ শর্মার ব্য়াটে ৷

বিদর্ভ ফাইনালের যোগ্যতা অর্জন করলে আরও একাধিক নজির অপেক্ষা করছে নায়ারের জন্য ৷ ফাইনালে এন জগদীশনের নজির ভেঙে বিজয় হাজারের একটি সংস্করণে সর্বাধিক রানের নজিরের হাতছানি নায়ারের সামনে ৷ তাছাড়া শতরান করলে একটি মরশুমে সর্বাধিক শতরানের নিরিখেও জগদীশনের নজির ভেঙে দেবেন নায়ার ৷

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.