কলম্বো, 2 অগস্ট: আজ থেকে শুরু হচ্ছে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে তিন ম্যাচের ওডিআই সিরিজ । কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে আজ মুখোমুখি হচ্ছে দুই পড়শি দেশ ৷ সূর্যকুমার যাদবের নেতৃত্বে টি-20 সিরিজে চুনকাম করার পর ভারতীয় দলের মনোবল চওড়া । তারমধ্যেই দলে এসেছে রোহিত শর্মা, বিরাট কোহলি ৷ কোচ হিসেবে গৌতম গম্ভীরের প্রথম ওডিআই সিরিজ । ফলে সমর্থকদের যাবতীয় নজর এখন দ্বীপরাষ্ট্রে ৷
ভারত ও শ্রীলঙ্কার মধ্যে প্রথম ওডিআই ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর আড়াইটেয় । টস হবে আধঘণ্টা আগে, দুপুর 2টোয় । ম্যাচ শুরুর আগে জেনে নিন, কখন, কোথায় এবং কীভাবে এই ম্যাচটি লাইভ দেখতে পারবেন ৷
- ভারত বনাম শ্রীলঙ্কা প্রথম ওডিআই ম্যাচ খেলা হবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ৷
- টিভিতে ভারত বনাম শ্রীলঙ্কা প্রথম ওডিআই দেখতে পাবেন সোনি টিভি নেটওয়ার্কে ৷
- ভারত বনাম শ্রীলঙ্কা প্রথম ওডিআইয়ের লাইভ স্ট্রিমিং লাইভ স্ট্রিমিং হটস্টার বা জিও সিনেমায় দেখা যাবে না ৷ একমাত্র সোনি লিভ অ্যাপে দেখা যাবে রোহিত-বিরাটদের লড়াই ৷