আইসিসি চেয়ারম্যান পদে শাহের বেতন-সুবিধা জানেন ? শুনলে চোখ কপালে উঠবে - Jay Shah ICC Salary - JAY SHAH ICC SALARY
Jay Shah Salary as ICC Chairman: তিনি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সচিব ৷ তাঁর সময়কালে 50 ওভারের বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছে, টি-20 বিশ্বকাপ ঘরে তুলেছে দেশ ৷ সেই জয় শাহই এবার আইসিসি চেয়ারম্যানের চেয়ারে বসছেন ৷ ওই পদে তাঁর বেতন কত ? জেনে নিন ৷
মুম্বই, 30 অগস্ট: ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সচিব পদে ‘প্রাক্তন’ হতে চলেছেন জয় শাহ ৷ আরও বেড়েছে অমিত-পুত্রের কাজের পরিধি ৷ বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসির (International Cricket Council) চেয়ারম্যান হয়েছেন তিনি ৷ পঞ্চম ভারতীয় হিসেবে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থায় দায়ভার সামলাবেন শাহ ৷ এই কাজের জন্য জয় শাহ মাসিক কত বেতন পাবেন ? জেনে নিন ৷
জয় শাহ আইসিসি চেয়ারম্যান পদে নির্বাচিত হওয়ার পর থেকেই সামাজিক মাধ্যমে শুভেচ্ছার ঝড় বইছে ৷ তারমধ্যেই তাঁর বেতন জানতে উৎসুক নেটিজেনরা ৷ বিশ্বের ধনীতম ক্রিকেট বোর্ড বিসিসিআই ৷ দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার সচিব পদে থাকাকালীন কত বেতন পেতেন তিনি ? আইসিসি চেয়ারম্যান হিসেবে বেতন কী বেড়েছে ? এই প্রশ্নও তুলেছেন নেটিজেনরা ৷
জয় শাহকে বিসিসিআই কত বেতন দিত ?
2019 ক্রিকেট বিশ্বকাপের পর বিসিসিআইয়ের সচিব পদে বসেন জয় ৷ 2022 সালের সেপ্টেম্বরে বিনাপ্রতিদ্বন্দ্বীতায় ফের ওই পদে বসেন তিনি ৷ তাঁর সময়কালে দুর্দান্ত খেলেছে ভারতীয় দল ৷ 50 ওভারের বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছে ভারত ৷ টি-20 বিশ্বকাপ ঘরে তুলেছে ‘রোহিত শর্মা অ্যান্ড কোং’ ৷
যদিও ওই পদে কোনও বেতন পেতেন না শাহ ৷ সভাপতি, সহ-সভাপতি, কোষাধ্যক্ষ এবং সচিব পদগুলি বিসিসিআই’তে সবচেয়ে মর্যাদাপূর্ণ । এই পদে অধিষ্ঠিত ব্যক্তিরা বোর্ডের শীর্ষ কর্মকর্তা । কিন্তু বিসিসিআইতে এই ধরনের পদগুলি সাম্মানিক, অর্থাৎ এই কাজের জন্য কোনও নির্দিষ্ট বেতন নেই । যদিও বিসিসিআই এই পদাধিকারীদের বিভিন্ন ভাতা দেয় ৷ টিম ইন্ডিয়া সম্পর্কিত আন্তর্জাতিক মিটিং এবং বিদেশ সফরে থাকাকালীন এঁদের প্রতিদিন 1000 ডলার (প্রায় 82 হাজার টাকা) দেওয়া হয় ৷ ঘরোয়া মিটিংয়ে অংশগ্রহণের জন্য প্রতিদিন 40 হাজার টাকা ভাতা পান ।
দেশের বিভিন্ন জায়গায় টিমের সঙ্গে গেলেও ভাতা দেয় বিসিসিআই ৷ সূত্রের খবর, তার পরিমাণ দৈনিক 30 হাজার টাকা ৷ পাশাপাশি ভারত এবং বিদেশে ভ্রমণের সময় বিলাসবহুল হোটেলে থাকার এবং যাতায়াতের জন্য বিমানে বিজনেস ক্লাস টিকিটের ব্যবস্থা করে বোর্ড ।
আইসিসি চেয়ারম্যান হিসেবে কত টাকা বেতন পাবেন শাহ ?
আইসিসি’ও উচ্চ পদাধিকারীদের কোনও নির্দিষ্ট বেতন দেয় না ৷ তবে বোর্ড তাঁদের দায়িত্বের উপর নির্ভর করে বিশেষ ভাতা এবং সুবিধা প্রদান করে ৷ আইসিসি’র কোনও মিটিং এবং ট্যুরে দৈনিক ভাতা, যাতায়াত এবং হোটেলে থাকার ব্যবস্থা করা হয় । তবে সেই সুবিধা ও ভাতার পরিমাণ ঠিক কত, আইসিসি’র তরফে এখনও তা প্রকাশ করা হয়নি । বিভিন্ন রিপোর্টের দাবি, আইসিসি’র সুবিধাগুলো বিসিসিআই’য়ের সঙ্গে খুব একটা তফাৎ নেই ৷
প্রসঙ্গত, 1 ডিসেম্বর থেকে আইসিসি চেয়ারম্যান পদে দায়িত্ব নেবেন জয় শাহ ৷ ভারত থেকে এর আগে মাত্র চার’জন আইসিসি’র সর্বোচ্চ পদে বসেছেন ৷ জগমোহন ডালমিয়া (1997-2000) এবং শরদ পাওয়ার (2010-2012) আইসিসি প্রেসিডেন্ট ছিলেন ৷ 2014 সালে ওই পদ বদলে হয় আইসিসি চেয়ারম্যান ৷ 2014-2015 আইসিসি চেয়ারম্যান ছিলেন এন শ্রীনিবাসন ৷ 2015-2020 ওই পদে ছিলেন শশাঙ্ক মনোহর ৷ জয় শাহ ভারত থেকে পঞ্চম পদাধিকারী ও তৃতীয় চেয়ারম্যান হলেন ৷