বেঙ্গালুরু, 16 এপ্রিল: ওয়াংখেড়েতে যখন একের পর এক বাউন্ডারি মারছিলেন দীনেশ কার্তিক, তখন রোহিত শর্মা তাঁকে খোঁচা দিয়ে বলেছিলেন, "বিশ্বকাপ আসছে, সাবাশ তোকে খেলতে হবে ৷ চালিয়ে যা, চালিয়ে যা ৷" সেদিন রোহিতের কথায় যেন একটু বেশিই গুরুত্ব দিয়ে ফেলেছেন 38-এর দীনেশ কার্তিক ৷ চিন্নাস্বামীতে 288 রান তাড়া করতে নেমে 238 স্ট্রাইকরেটে 35 বলে 83 রানের বিধ্বংসী ইনিংস খেললেন 'চিরকুমার' কার্তিক ৷
হ্যাঁ, চিরকুমারই বটে ৷ যেখানে 20-25 বছরের তরুণ ক্রিকেটাররা 288 রানের পাহাড়ের চাপে ব্যাটে-বলে করতে হিমশিম খাচ্ছিলেন ৷ সেখানে আটত্রিশের কার্তিক লং-অন, লং-অফ, স্কোয়ার বাউন্ডারি, মাঠের একটি কোনা ছাড়লেন না চার-ছয় মারার জন্য ৷ পাঁচটি বাউন্ডারি ও 7টি ওভার-বাউন্ডারিতে 83 রানের ইনিংস সাজিয়ে ছিলেন তিনি ৷ এমনকি কার্তিক যতক্ষণ ক্রিজে ছিলেন, ততক্ষণ আইপিএল ইতিহাসের সর্বোচ্চ টিম টোটাল তাড়া করার লড়াইয়ে টিকে ছিল আরসিবি ৷
আর এই কার্তিকের ইনিংসের দৌলতে, টি-20 ক্রিকেটের ইতিহাসে ম্যাচে সর্বাধিক রান উঠল ৷ সোমবার চিন্নাস্বামী স্টেডিয়ামে 40 ওভারের খেলায় উইকেট পড়েছে মাত্র 10টি ৷ আর দুই দলের স্কোর কার্ড মিলিয়ে রান উঠেছে 549 ৷ যা টি-20 ক্রিকেটের ইতিহাসে এর আগে কখনও হয়নি ৷ উল্লেখ্য, 2013 সালে পুনে ওয়ারিয়ার্সের বিরুদ্ধে এই আরসিবি দল 263 রান তুলেছিল ৷ যে ম্যাচে ক্রিস গেইল 175 রানের ইনিংস খেলেছিলেন ৷ সেই রান 2024 মরশুমের আগে পর্যন্ত নিরাপদ বলে মনে হচ্ছিল ৷