হায়দরাবাদ, 3 ডিসেম্বর:অধিনায়ক হিসেবে দলকে আইপিএল জিতিয়েছেন ৷ টুর্নামেন্টের ইতিহাসে অন্যতম সফল অল-রাউন্ডার ৷ গতবছর আইপিএলে বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনি ৷ যদিও যাবতীয় ‘দলীয় দ্বন্দ্ব’ দূরে সরিয়ে তাঁকে 16.35 কোটি টাকায় ধরে রেখেছে আইপিএলের সফলতম ফ্র্যাঞ্চাইজি ৷
এবার আইপিএল শুরুর আগেই দুঃসংবাদ ৷ প্রথম ম্যাচেই নির্বাসিত গুজরাত টাইটান্সের হয়ে আইপিএল জেতা হার্দিক পান্ডিয়া ৷ ফলে IPL 2025-এর প্রথম ম্যাচে অধিনায়ককে ছাড়াই নামতে হবে মুম্বই ইন্ডিয়ান্সকে ৷ 24 এবং 25 নভেম্বর সৌদি আরবে অনুষ্ঠিত হয়েছিল আইপিএল 2025 মেগা অকশন । টুর্নামেন্টের সফলতম দল মুম্বই ইন্ডিয়ান্স এবারেও আইপিএল জয়ের লক্ষ্যে শক্তিশালী দল গড়েছে । গতবারের অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে রিটেন করা হয়েছে 16 কোটি টাকায় ৷
কেন নিষিদ্ধ হার্দিক ?
হার্দিক পান্ডিয়ার উপর এক ম্যাচের নিষেধাজ্ঞা জারি করেছিল বিসিসিআই ৷ 2024 আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে শেষ ম্যাচে স্লো-ওভার রেটের কারণে তাঁকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছিল । আইপিএলের নিয়ম বলছে, এক মরশুমে 3 বার স্লো-ওভার রেট করলে অধিনায়ককে 1 ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয় । ফলে এই আইপিএলের প্রথম ম্যাচে তিনি খেলতে পারবেন না ৷