পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

রোহিতদের পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার শর্ত বেঁধে দিলেন ভাজ্জি - HARBHAJAN ON CT 2025

HARBHAJAN ON CHAMPIONS TROPHY SECURITY: পাকিস্তান যদি নিরাপত্তা সুনিশ্চিত করে তবেই সেদেশে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার কথা ভাবা উচিৎ ৷ রোহিত-কোহলিদের পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাওয়া প্রসঙ্গে এমন কথাই শোনালেন হরভজন ৷

HARBHAJAN SINGH
হরভজন সিং (IANS Photo)

By ETV Bharat Sports Team

Published : Sep 2, 2024, 4:42 PM IST

নয়াদিল্লি, 2 সেপ্টেম্বর:ভারত কি আগামী বছর পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবে? তা নিয়ে নানা মুনির নানা মত ৷ তবে নিরাপত্তা সুনিশ্চিত না-করে সেদেশে ভারতীয় দলের খেলতে যাওয়ার পক্ষপাতী নন অধিকাংশ ৷ দিনকয়েক আগে রোহিত-কোহলিদের সেদেশে যেতে নিষেধ করেছেন পাকিস্তানেরই প্রাক্তন স্পিনার দানিশ কানেরিয়া ৷ এবার ভারতের সেদেশে খেলতে যাওয়ার ব্যাপারে মুখ খুললেন হরভজন সিং ৷

'টার্বুনেটর'ও নিরাপত্তার কথা মাথায় রেখে সেদেশে ভারতীয় দলকে না-পাঠানোরই পক্ষপাতী ৷ তবে পাকিস্তান যদি নিরাপত্তা সুনিশ্চিত করে তবে ভারত সরকার বিষয়টি ভেবে দেখতে পারে বলে জানিয়েছেন ভাজ্জি ৷ স্পোর্টস তাককে তিনি বলেন, "পাকিস্তানে নিরাপত্তার বিষয়টি সবসময়ই উদ্বেগের ৷ তাই ক্রিকেটারদের নিরাপত্তা যতক্ষণ না নিশ্চিত হচ্ছে ততক্ষণ সেদেশে ভারতের যাওয়া উচিৎ নয় ৷ যদি ওরা বলে আমরা সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করছি তাহলে সরকার বিষয়টি ভেবে দেখতে পারে এবং সিদ্ধান্ত নিতে পারে ৷"

হরভজন আরও জানান, বিষয়টি কেবল ক্রিকেটে আটকে নেই ৷ তাই খেলার ইচ্ছে থাকলেও নিরাপত্তা অন্তরায় ৷ তাই নিরাপত্তা সুনিশ্চিত না-করে পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাওয়ার পরিপন্থী হরভজন ৷ প্রাক্তন পাক লেগস্পিনার দানিশ কানেরিয়াও নিরাপত্তার কথা মাথায় রেখে চ্যাম্পিয়ন্স ট্রফিকে হাইব্রিড মডেলে নিয়ে যাওয়ার কথা জানিয়েছিলেন ৷ সম্মানের আগে ক্রিকেটারদের সুরক্ষারকে সর্বাগ্রে প্রাধান্য দিতে বলেছিলেন তিনি ৷

জয় শাহ আইসিসি'র নয়া চেয়ারম্য়ান হিসেবে দায়িত্বগ্রহণের পর যথা সূচি এবং যথা ভেন্যুতেই চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজিত হবে কি না, তা নিয়ে জল্পনা ক্রিকেটমহলে ৷ প্রাক্তন পাক উইকেটরক্ষক যদিও জয় শাহের কারণে আশাবাদী চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ৷ তিনি জানান, ভারতের পাকিস্তানে খেলতে যাওয়া 50 শতাংশ নিশ্চিত ৷ জয় শাহ আইসিসি চেয়ারম্যান হওয়ায় সম্ভাবনা আরও উজ্জ্বল হল বলে মনে করেন তিনি ৷

ABOUT THE AUTHOR

...view details