হায়দরাবাদ, 30 এপ্রিল:36টি বসন্ত পার করে ফেললেন ভারতীয় ক্রিকেট অধিনায়ক রোহিত গুরুনাথ শর্মা ৷ ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান রোহিত শর্মা। সীমিত ওভারের ক্রিকেটে তাঁর রেকর্ড অসামান্য। রোহিতের ক্রিকেট কেরিয়ারও বেশ রোমাঞ্চকর। বোলার হয়ে ক্রিকেট যাত্রা শুরু করলেও, আজ তিনি বিশ্বমানের ব্যাটারে পরিণত হয়েছেন। 2007 জুনে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়ার পর একের পর এক রেকর্ড ছুঁয়েছেন ও ভেঙেছেন রোহিত। 2013 চ্যাম্পিয়ন্স ট্রফিতে মহেন্দ্র সিং ধোনি তাঁকে শিখর ধাওয়ানের সঙ্গে ওপেনার হিসেবে খেলার সুযোগ দিয়েছিলেন। তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। ধীরে ধীরে হিটম্যান হিসেবে খ্যাতি অর্জন করেন তিনি।
1987 সালের 30 এপ্রিল নাগপুরে জন্ম হয় রোহিতের। তাঁর বাবা গুরুনাথ শর্মা ও মা পূর্ণিমা শর্মা। দীর্ঘদিনের প্রেমিকা রীতিকা সাজদকে বিয়ে করেন 2015 সালে ৷ রোহিত-রীতিকার এক কন্যাসন্তান রয়েছে ৷ সামাইরা শর্মা এখন বছর পাঁচেকের ৷ জন্মদিন উপলক্ষে ক্রিকেটবিশ্ব ও তাঁর ভক্তদের কাছ থেকে অনেক শুভেচ্ছা পেয়েছেন তিনি। সতীর্থরাও তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন ৷ বর্তমানের তিনি আইপিএল খেলতে ব্যস্ত ৷ মঙ্গলবার মুম্বই ইন্ডিয়ান্স নামছে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ৷ সোমবার রাতেই প্রাক্তন অধিনায়কের জমকালো জন্মদিন উদযাপন করেছে মুম্বই শিবির ৷
ভারতীয় ক্রিকেট অধিনায়ক রোহিত শর্মাকে শুভেচ্ছা এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছে বিসিসিআই ৷ তাতে রোহিতের এক ছবি দিয়ে কেরিয়ারের কিছু পরিসংখ্যন তুলে ধরা হয়েছে ৷ এখনও পর্যন্ত রোহিত শর্মা আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন 472টি (ওয়ান ডে 323টি, টি-20 190টি ও টেস্ট 84টি) ৷ আন্তর্জাতিক ম্যাচে 18 হাজার 820 রান রয়েছে তাঁর ঝুলিতে ৷ বিশ্ব ক্রিকেটে 48টি শতরানের মালিক 'হিটম্যান' ৷
- ডানহাতি ব্যাটারের গড়া পাঁচ বিশ্বরেকর্ড
1) আন্তর্জাতিক ওয়ান ডে ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড রয়েছে 37 বছর বয়সি রোহিতের ৷ ইডেনে শ্রীলঙ্কার 264 রানের বিশ্বরেকর্ড করেন তিনি।