পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

কোহলির সঙ্গে সম্পর্ক ‘ব্যক্তিগত’, জনসমক্ষে কেন বলব ? সাফ জানালেন গম্ভীর - Gautam Gambhir - GAUTAM GAMBHIR

Gautam Gambhir on Virat-Rohit: ড্রেসিংরুমে খোলামেলা পরিবেশে বিশ্বাসী ৷ বিরাটের সঙ্গে আমার সম্পর্ক ‘ব্যক্তিগত’ ৷ টিম ইন্ডিয়ার হেডস্যরের দায়িত্ব নিয়ে প্রথমবার সাংবাদিক সম্মেলনে এসে ‘অচেনা’ গৌতম গম্ভীর ৷

Gautam Gambhir
রোহিত-কোহলির ভবিষ্যৎ নিয়ে বড় বার্তা গম্ভীরের (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jul 22, 2024, 10:44 AM IST

Updated : Jul 22, 2024, 1:40 PM IST

মুম্বই, 22 জুলাই:টিম ইন্ডিয়ার হেডস্যরের চেয়ারে বসানো হয়েছে গৌতম গম্ভীরকে ৷ দায়িত্ব নিয়ে প্রথমবার সাংবাদিকদের সামনে এলেন বিশ্বকাপজয়ী ক্রিকেটার ৷ কোহলির সঙ্গে নিজের ‘চর্চিত’ সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন গম্ভীর ৷ প্রধান নির্বাচক অজিত আগরকরকে পাশে বসিয়ে জানিয়ে দিয়েছেন, কোহলির সঙ্গে তাঁর সম্পর্ক ব্যক্তিগত ৷ তা নিয়ে জনসমক্ষে তিনি আলোচন চান না ৷ কোচ হিসেবে ড্রেসিংরুমে তিনি খোলামেলা পরিবেশে বিশ্বাসী ৷ প্রত্যেককে স্বাধীনভাবে নিজেদের খেলাটা খেলতে দিতে চান ৷

বিরাট কোহলি ও রোহিত শর্মার ভবিষ্যৎ নিয়েও বার্তা দিয়েছেন গৌতি ৷ টি-20 বিশ্বকাপের পর অবসরে গিয়েছেন দলের দুই মহাতারকা ৷ বাকি দুই ফর্ম্যাটে বেশিরভাগ ম্যাচেই রোহিত-কোহলি’কে চান বলে জানালেন গম্ভীর ৷

ফিটনেস সমস্যাতেই ক্যাপ্টেন নয় হার্দিক, জানালেন প্রধান নির্বাচক আগরকর

শ্রীলঙ্কা সফরে গম্ভীরের সহযোগীর দায়িত্ব সামলাবেন অভিষেক নায়ার ও রায়ান টেন দুসখাতে ৷ দুই প্রশিক্ষকই কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে যুক্ত ছিলেন ৷ ফলে ‘কেকেআর লবি’র অভিযোগও উঠেছিল গম্ভীরের বিরুদ্ধে ৷ যদিও সাংবাদিকদের সামনে এসে সোজা ব্যাটে খেললেন 2011 বিশ্বকাপ ফাইনালের নায়ক ৷ গম্ভীর জানালেন, জয় শাহ ও বিসিসিআইয়ের সঙ্গে কাজ করতে পেরে তিনি আপ্লুত ৷ সাপোর্ট স্টাফে যাদের চেয়েছিলেন, তাঁদেরকেই পেয়েছেন ৷ শ্রীলঙ্কা সফরে দুই বিশ্বস্ত সহযোগীকে নিয়ে টিম ইন্ডিয়াকে জেতাতে চাইবেন তিনি ৷

সূর্যকুমার যাদবের নেতৃত্বে শ্রীলঙ্কায় টি-20 সিরিজ খেলবে টিম ইন্ডিয়া ৷ 18 জুলাই দ্বীপরাষ্ট্র সফরের জন্য ভারতীয় দল ঘোষণা করেছে বিসিসিআই ৷ ওডিআই'তে যদিও নেতৃত্ব দেবেন রোহিত শর্মাই ৷ দুই ফর্ম্যাটেই ডেপুটির দায়িত্ব সামলাবেন শুভমন গিল ৷ গম্ভীর এদিন জানিয়েছেন, ওয়ার্কলোড কমাতে একাধিক ক্রিকেটারকে বিশ্রামে পাঠিয়েছে বিসিসিআই ৷ জসপ্রীত বুমরাকে বিশ্রাম দেওয়া হয়েছে ৷ ওডিআই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে হার্দিক পান্ডিয়াকে ৷

Last Updated : Jul 22, 2024, 1:40 PM IST

ABOUT THE AUTHOR

...view details