পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

‘টরন্টোয় ভারতীয় ভূমিকম্প’, গুকেশকে প্রশংসায় ভরালেন কাসপারভ - Kasparov Appreciates D Gukesh - KASPAROV APPRECIATES D GUKESH

Kasparov Sums Up His Appreciation For Gukesh: গ্যারি কাসপারভ ৷ 40 বছর আগে তাঁর গড়া রেকর্ড ভেঙেছেন 17 বছরের দোম্মারাজু গুকেশ ৷ তারপরেই সোশাল মিডিয়ায় গুকেশের প্রশংসা করলেন কাসপারভ ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Apr 23, 2024, 8:04 PM IST

হায়দরাবাদ, 23 এপ্রিল:সালটা 1984 ৷ দাবার দুনিয়ায় ক্রমশ সাম্রাজ্য বিস্তার করতে শুরু করেছেন গ্যারি কিমোভিচ কাসপারভ ৷ রাশিয়ান কিংবদন্তির বয়স তখন মাত্র 22, কনিষ্ঠ প্রতিযোগী হিসেবে বিশ্বজয়ের দৌড়ে ছিলেন ৷ পাল্লা দিয়ে লড়াই চালাচ্ছেন আরেক রাশিয়ান কিংবদন্তি আনাতোলি কারপভের সঙ্গে ৷

কাসপারভের সেই রেকর্ডই ভেঙেছে 40 বছর বাদে ৷ টরন্টোয় ক্যান্ডিডেট চেজ চ্যাম্পিয়নশিপ জিতে কনিষ্ঠ হিসেবে বিশ্বচ্যাম্পিয়ন ডিং লিরেনকে চ্যালেঞ্জ জানানোর সুযোগ পেয়েছেন ভারতীয় গ্র্যান্ডমাস্টার, 17 বছরের দোম্মারাজু গুকেশ ৷ প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে এই প্রতিযোগিতা জিতেছেন ডি গুকেশ ৷ 2014 সালে শেষবার এই টুর্নামেন্ট জিতেছিলেন ভিসি ৷ শুধু তাই নয়, সম্ভাব্য সর্বোচ্চ 14 পয়েন্টের মধ্যে 9 পয়েন্ট সংগ্রহ করে কাসপারভের নজির ভাঙেন দক্ষিণী গ্র্যান্ডমাস্টার ৷ তারপরেই সোশাল মিডিয়ায় গুকেশের প্রশংসায় ভাসলেন কাসপারভ ৷ ‘টরন্টোয় ভারতীয় ভূমিকম্প’ বলেও বর্ণনা করেছেন তিনি ৷

রাশিয়ান কিংবদন্তি দাবাড়ু এক্সে লিখেছেন, ‘‘অভিনন্দন! টরন্টোতে ভারতীয় ভূমিকম্প ৷ দাবা জগতের টেকটোনিক প্লেটের পরিবর্তনের চূড়ান্ত কারণ 17 বছর বয়সি গুকেশ ৷ সর্বোচ্চ খেতাবের জন্য এবার চিনা চ্যাম্পিয়ন ডিং লিরেনের মুখোমুখি হবে। ভিসি আনন্দের সন্তান !’’

বিশ্ব দাবার ইতিহাসে চেন্নাইয়ের গুকেশ তৃতীয় কনিষ্ঠ গ্র্য়ান্ডমাস্টার ৷ মাত্র 12 বছর বয়সে গ্র্যান্ডমাস্টারের তকমা অর্জন করেন তিনি ৷ গতবছর হ্যাংঝাউ এশিয়ান গেমসে রুপো জিতেছিলেন গুকেশ ৷ উল্লেখ্য, দীর্ঘ কয়েকবছর ধরে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দ ভারতীয় দাবাকে একার কাঁধে টেনে নিয়ে গিয়েছেন ৷ এবার সেই ভার বহনের জন্য একাধিক কাঁধ অপেক্ষা করছে ৷ ডি গুকেশ, রমেশবাবু প্রজ্ঞানন্দ, অর্জুন এরিগাইসি, বিদিক গুজরাতিরা যে কৃতিত্ব অর্জন করেছেন বিশ্ব দাবার মঞ্চে, তা একথা প্রমাণ করার ক্ষেত্রে যথেষ্ট ৷

আরও পড়ুন:

  1. কাসপারভের নজির ভেঙে ইতিহাসে ভারতের গ্র্যান্ডমাস্টার, কনিষ্ঠ হিসেবে বিশ্বচ্যাম্পিয়নকে চ্যালেঞ্জের সুযোগ
  2. কমনওয়েলথ দাবায় চ্যাম্পিয়ন বাংলার ছেলে, অনুভূতি কেমন ইটিভি ভারতকে জানালেন গ্র্যান্ডমাস্টার মিত্রাভ
  3. ‘স্বর্ণযুগে’ প্রবেশ করেছে ভারতীয় দাবা, জানালেন ফেডারেশন সভাপতি

ABOUT THE AUTHOR

...view details